সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ
সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

- আপডেট সময় : ০৬:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৪ জন পড়েছেন
মাসদাইরের বাসিন্দা সেলিম ওরফে বল্লা সেলিমের বিরুদ্ধে জামতলা এবং ঈদগার আসপাশ এলাকায় ব্যাপক চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে এসব এলাকায় জেলা পরিষদ থেকে লিজ নিয়ে যারা দোকানপাট পরিচালনা করছেন তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করছেন। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে দোকান এবং জায়গা দখলের হুমকি দিচ্ছেন। আর এসব চাঁদাবাজী করতে গিয়ে বল্লা সেলিম নিজেকে বিএনপি নেতা দাবি করছেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে বেপরোয়া হয়ে উঠেছেন এই বল্লা সেলিম। গত কয়েকদিনে তার বিরুদ্ধে জামতলা এলাকায় চাঁদাবাজী নিয়ে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এরই মাঝে এই বল্লা সেলিমের বিরুদ্ধে জেলা যুব দলের এক শীর্ষ নেতার কাছে অভিযোগ গেলে ওই যুবদল নেতা বল্লা সেলিমকে দলের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে এ বিষয়ে জানতে সেলিমকে টেলিফোন করা হলে তিনি বলেন তার বিরুদ্ধে করা এসব অভিযোগ মিথ্যা। তিনি বলেন আমি কারো কাছে চাঁদা চাইনি। কেউ আমার বিরুদ্ধে অবিযোগ করে থাকলে মিথ্যা অভিযোগ করেছেন। জেলা পরিষদের কোনো জায়গা আপনি লিজ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন আমি কোনো জায়গ লিজ নেইনি, কারো কাছে চাঁদাও চাইনি।