ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রেসক্লাবের সাথে শুভেচ্ছা বিনিময়কালে শামসুজ্জামান দুদু

ভোটের অধিকার হরণই শেখ হাসিনার করুণ পরিণতির কারণ

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৫৫ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার হরণ করার কারণেই তার করুণ পরিণতি হয়েছে। তিনি বলেন, ক্ষমতার সীমাহীন লোভ শেখ হাসিনা ও তার দলকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে এবং এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত মাসুদ-পন্টি পরিষদ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “বাংলাদেশে বিগত ফ্যাসিষ্ট সরকার যা করে গেছে, তার পুনরাবৃত্তি আর কখনো ঘটবে না। দেশের মানুষ আর কোনো সরকারের স্বেচ্ছাচারিতা সহ্য করবে না।”
শেখ হাসিনা সম্পর্কে দুদু বলেন, তিনি যদি সর্বশেষ নির্বাচনটিও সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে করতেন, তাহলে তাকে দেশ ছেড়ে পালাতে হতো না। তিনি বিরোধী দলীয় নেত্রী হতেন এবং পরবর্তীতে আবার নির্বাচনে জয়ী হওয়ার সুযোগও তার থাকতো।”
এসময় শামসুজ্জামান দুদুর সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এবং বিএনপিপন্থী শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল।
এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এবং কার্যকরী কমিটির সদস্য আবদুস সালাম। সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তিনি ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রেসক্লাবের সাথে শুভেচ্ছা বিনিময়কালে শামসুজ্জামান দুদু

ভোটের অধিকার হরণই শেখ হাসিনার করুণ পরিণতির কারণ

আপডেট সময় : ০৩:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার হরণ করার কারণেই তার করুণ পরিণতি হয়েছে। তিনি বলেন, ক্ষমতার সীমাহীন লোভ শেখ হাসিনা ও তার দলকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে এবং এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত মাসুদ-পন্টি পরিষদ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “বাংলাদেশে বিগত ফ্যাসিষ্ট সরকার যা করে গেছে, তার পুনরাবৃত্তি আর কখনো ঘটবে না। দেশের মানুষ আর কোনো সরকারের স্বেচ্ছাচারিতা সহ্য করবে না।”
শেখ হাসিনা সম্পর্কে দুদু বলেন, তিনি যদি সর্বশেষ নির্বাচনটিও সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে করতেন, তাহলে তাকে দেশ ছেড়ে পালাতে হতো না। তিনি বিরোধী দলীয় নেত্রী হতেন এবং পরবর্তীতে আবার নির্বাচনে জয়ী হওয়ার সুযোগও তার থাকতো।”
এসময় শামসুজ্জামান দুদুর সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এবং বিএনপিপন্থী শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল।
এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এবং কার্যকরী কমিটির সদস্য আবদুস সালাম। সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তিনি ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।