ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এখনও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: টিপু

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ২৪ জন পড়েছেন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে।”
বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়ায় সদর থানা বিএনপির আওতাধীন ১৬নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
টিপু বলেন, “আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রথম অবস্থান নিয়েছিলেন শেখ মুজিব, যিনি সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন। আর জিয়াউর রহমানই ছিলেন প্রকৃত ঘোষক, যিনি বাকস্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।”
বিএনপির এ নেতা অভিযোগ করেন, “শেখ হাসিনা খুনি জাহাঙ্গীর কবির নানককে দিয়ে চট্টগ্রাম থেকে অস্ত্র সংগ্রহ করে দেশে নতুন করে অরাজকতা তৈরির পরিকল্পনা করছেন। তাদের উদ্দেশ্য বিএনপি, ২০ দল এবং প্রশাসনের দেশপ্রেমিক কর্মকর্তাদের হত্যা করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এর মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র চলছে।”
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কঠোর হন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক গোষ্ঠীর উপর নজরদারি বাড়ান, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেম, সদস্য আনোয়ার হোসেন, জনি, আউয়াল হোসেন, রিপন, এমদাদ, মাসুদ রানা, অপু, জুম্মান, আকরাম, কাদির হোসেন প্রমুখ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এখনও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: টিপু

আপডেট সময় : ০৩:১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে।”
বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়ায় সদর থানা বিএনপির আওতাধীন ১৬নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
টিপু বলেন, “আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রথম অবস্থান নিয়েছিলেন শেখ মুজিব, যিনি সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন। আর জিয়াউর রহমানই ছিলেন প্রকৃত ঘোষক, যিনি বাকস্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।”
বিএনপির এ নেতা অভিযোগ করেন, “শেখ হাসিনা খুনি জাহাঙ্গীর কবির নানককে দিয়ে চট্টগ্রাম থেকে অস্ত্র সংগ্রহ করে দেশে নতুন করে অরাজকতা তৈরির পরিকল্পনা করছেন। তাদের উদ্দেশ্য বিএনপি, ২০ দল এবং প্রশাসনের দেশপ্রেমিক কর্মকর্তাদের হত্যা করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এর মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র চলছে।”
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কঠোর হন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক গোষ্ঠীর উপর নজরদারি বাড়ান, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেম, সদস্য আনোয়ার হোসেন, জনি, আউয়াল হোসেন, রিপন, এমদাদ, মাসুদ রানা, অপু, জুম্মান, আকরাম, কাদির হোসেন প্রমুখ।