প্রতিদ্বন্দীদের মিষ্টিমুখ করিয়ে মাসুদ-পন্টির শুভেচ্ছা

- আপডেট সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ১৬ জন পড়েছেন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দী প্যানেলের প্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্যানেলের সদস্যরা।
সোমবার (৩০ জুন) দুপুরে মিষ্টি নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমের বাড়িতে যান আবু সাউদ মাসুদ ও আপজাল হোসেন পন্টি।
এসময় মাসুমসহ প্রতিদ্বন্দীদের মিষ্টিমুখ করিয়ে তাদের শুভেচ্ছা জানান তারা। শুভেচ্ছা বিনিময় শেষে আসন্ন সময়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিচালনায় মাহবুবুর রহমান মাসুমসহ সকলের সহযোগীতা কামনা করেন নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ।
এসময় মাহবুবুর রহমান মাসুম বলেন, নির্বাচনের পর সাধারণত প্রতিদ্বন্দীদের বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার রেওয়াজ দেখা যায়নি। তুমি যে নজরি সৃষ্টি করেছো এটা প্রশংসনীয়। আমরা সবসময়ই তোমার পাশে আছি।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, নাফিজ আশরাফ ও যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি স্মিথ।