সংবাদ শিরোনাম :
হৃদয়ের ফিফটি, দুইশ পার বাংলাদেশের
হৃদয়ের ফিফটি, দুইশ পার বাংলাদেশের

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৪ জন পড়েছেন
টপ অর্ডার ব্যাটারদের মধ্যে শুধু পারভেজ ইমন-ই যা একটু দায়িত্ব নিয়ে খেলেছিলেন। বাকিরা হতাশ করেছেন। তাদের ব্যর্থতায় আরও একবার দুইশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তবে তাওহীদ হৃদয়ের ধীরস্থির ব্যাটিং দলকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এরই মধ্যে ফিফটিও তুলে নিয়েছেন তিনি।
হৃদয় ফিফটি ছোঁয়ার আগেই অবশ্য লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেছেন আগের ম্যাচে ফিফটি করা জাকের আলী। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে এসেছিল ৪৫ রান।
তবে জাকের ফিরলেও দেখেশুনে ওয়ানডে ক্যারিয়ারে নিজের অষ্টম ফিফটির দেখা পেয়েছেন হৃদয়। ৬৮ বলে দুই চারের সাহায্যে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪০ ওভারে ৬ উইকেটে ২১০ রান।
ট্যাগ :