জাকির খানের হস্তক্ষেপে নৌকার টোল বাতিল, শিক্ষার্থীদের জন্য ফ্রী

- আপডেট সময় : ০৯:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৩৪ জন পড়েছেন
নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের হস্তক্ষেপে অতিরিক্ত টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। খেয়াঘাটে এখন থেকে আর নৌকায় কোন টোল দিতে হবে না, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টোল ফ্রী করে দেয়া হয়েছে।
শুকবার (৪ জুলাই) সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায় বন্দর খেয়াঘাট দিয়ে নদী পারাপারে নৌকায় এখন থেকে আর কোন টোল দিতে হবে না। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। সিদ্ধান্তটি আগামীকাল ৫ জুলাই শনিবার থেকে কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত কয়েকদিন যাবৎ বন্দর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। ইতিমধ্যে টোল নিয়ে মাঝিদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাধারণ মানুষের পারাপারে ভোগান্তির ঘটনা ঘটেছে। অতিরিক্ত টোল নিয়ে সদর ও বন্দরবাসী হাজারও শ্রমিক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।
এদিকে জনভোগান্তির বিষয়টি নজরে আসলে এ ব্যাপারে উদ্যোগ নেন জাকির খান। তিনি সরাসরি বন্দর ইউএনও এর সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে শুকবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এই জরুরি সভার আয়োজন করা হয়।
এবিষয়ে জাকির খান জানান, আমি বেশকিছুদিন ধরেই শুনছিলাম বন্দর খেয়াঘাটে টোল নিয়ে ঝামেলা হচ্ছিলো। পরবর্তিতে আমি খোঁজ খবর নিয়ে অতিরিক্ত টোল আদায় বন্ধের জন্য ইউএনও মহোদয়ের সাথে কথা বলি এবং ইজারাদরদের সাথে কথা বলি। ইতিমধ্যে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জেনেছি।
এবিষয়ে বন্দর খেয়াঘাটের ইজারাদার দিদার খন্দরকার জানান, আজকে অতিরিক্ত টোল আদায় বন্ধের বিষয়ে জরুরী সভা হয়েছে। এখন থেকে খেয়াঘাটে নৌকায় কোনো টোল আদায় করা যাবে না। ছাত্র-ছাত্রীদের জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পারাপার ফ্রি করে দেয়া হয়েছে।