‘শূন্যে’ থেমে গিয়েছিল ব্র্যাডম্যানের ব্যাট
‘শূন্যে’ থেমে গিয়েছিল ব্র্যাডম্যানের ব্যাট

- আপডেট সময় : ০৩:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১২ জন পড়েছেন
তার ব্যাটের ধারটা এতই ছিল, যে তা বশে আনতে ‘অবৈধ’ ‘বডিলাইন’ কৌশল পর্যন্ত অবলম্বন করতে হয়েছিল প্রতিপক্ষকে। তাতেও কাজ হয়নি, সে সিরিজের সেরা তিন ব্যাটারের একজন ছিলেন ডন ব্র্যাডম্যান। কিন্তু সেই তার ক্যারিয়ারটাই কি না শেষ হলো একটা ‘শূন্যে’! সেটাও আবার যেনতেন শূন্য নয়, বিখ্যাত এক শূন্য।
সে কারণেই তা ক্রিকেট দুনিয়াকে স্তম্ভিত করেছিল। ১৯৪৮ সালের ১৪ আগস্ট, অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন ব্র্যাডম্যান। সমর্থকরা অপেক্ষা করছিলেন এক স্মরণীয় ইনিংসের, কারণ মাত্র ৪ রান করলেই তার টেস্ট ব্যাটিং গড় ১০০-এর জাদুকরী সংখ্যায় পৌঁছে যেত।
ক্যারিয়ারে কতশত রান করেছেন তিনি। সিরিজের পর সিরিজ হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই তিনি কি-না ৪ রান করতে পারবেন না? তা কি হয়? ওভালের কানায় কানায় ভরা গ্যালারিও রুদ্ধশ্বাসে সে চার রানের অপেক্ষাই করছিল।
ব্যাট হাতে যখন নামলেন, তখন গ্যালারিতে করতালির ঝড় উঠল। তবে সব ক্লাইম্যাক্স শেষ দুই বলের মধ্যেই। ইংল্যান্ডের লেগ-স্পিনার এরিক হলিসের একটা ডেলিভারি খেলেন তিনি, পরের বলেই ফ্লাইট মিস করে বোল্ড! স্কোরবোর্ডে তার নামের পাশে বসে গেল একটা শূন্য— ‘ডাক’। পুরো ওভাল স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায় তাতে, ক্রিকেট বিশ্বও বৈকি!
অস্ট্রেলিয়া সেই ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ের সুযোগ পাননি ‘দ্য ডন’। তার ক্যারিয়ার শেষ হয় ৯৯.৯৪ গড়ে—যা এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে অদ্বিতীয়।
৫২টি টেস্টে ব্র্যাডম্যান করেন ৬,৯৯৬ রান, যার মধ্যে আছে ২৯টি সেঞ্চুরি, ১৩টি হাফ-সেঞ্চুরি এবং রেকর্ড ১২টি ডাবল সেঞ্চুরি। সাত হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৪ রান দূরে থেকেও সেটি ছোঁয়া হয়নি।