আওয়ামী দোসর নাজিম উদ্দিনের বিরুদ্ধে প্রবাসী দম্পতির সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০১:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ২৫ জন পড়েছেন
আওয়ামী দোসর নাজিম উদ্দিনের বিরুদ্ধে প্রবাসী দম্পতির সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার প্রবাসী দম্পতি মার্জিয়া খাতুন ও মো. শাহাবুদ্দিন সরকার বুধবার ১৩ই আগষ্ট দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সমর্থিত প্রভাবশালী ব্যক্তি নাজিম উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘ আট বছর ধরে নানা ধরনের হয়রানি, ভাঙচুর, চাঁদাবাজি ও হুমকির অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে প্রবাসী মার্জিয়া খাতুন জানান, তারা দীর্ঘ ২৩ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। ২০১৭ সালে দেশে এসে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে কাজ শুরু করলে স্থানীয় নাজিম উদ্দিন তাদের ওপর দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক নির্মাণ কাজের দায়িত্ব নেন। কিছুদিনের মধ্যেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে তার সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়। এরপর থেকেই শুরু হয় নানামুখী হয়রানি।
মার্জিয়া খাতুনের দাবি, দায়িত্ব থেকে অব্যাহতি দিলে নাজিম উদ্দিন প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। তিনি তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেন, ডিপ টিউবওয়েলের কাজে বাধা দেন এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দেন। এমনকি আদালতে মিথ্যা মামলা (নং- ৫৯৪/১৭) দায়ের করেন, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়।
প্রবাসে অবস্থানকালেও তাদের বাড়িতে ভাঙচুর ও চুরি চালানো হয় বলে অভিযোগ করেন মার্জিয়া খাতুন। তিনি জানান, ছাদের রড কেটে নেওয়া হয় এবং বাড়ির একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ২০১৯ সালে দেশে ফিরে আসলে আবারও তাকে হুমকি দিয়ে পাঁচ ফুট প্রশস্ত রাস্তা আট ফুট করার দাবি জানানো হয়। দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার বাড়ির পিলার ভেঙে দেওয়া হয়।
তিনি আরও জানান, এসব ঘটনায় বারবার থানায় অভিযোগ করলেও কোনো ধরনের সহযোগিতা পাননি। ২০২৩ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করলে আবারও অগ্নিসংযোগসহ বিভিন্নভাবে হামলা ও হুমকি অব্যাহত থাকে।
সর্বশেষ অভিযোগ অনুযায়ী, ১৬ মে ২০২৫ সালে ইমোতে যোগাযোগ করে তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়।
প্রবাসী দম্পতির প্রশ্ন? আমরা কি শুধুই রেমিট্যান্স পাঠানোর জন্য? দেশে এসে শান্তিতে থাকার অধিকার কি আমাদের নেই?” তারা দ্রুত ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানান।