ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৮ মামলার আসামি ‘মাদক সম্রাট’ অবশেষে ধরা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৭৩ জন পড়েছেন

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র যোগানদাতা হিসেবে পরিচিত আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত সোবহানের বিরুদ্ধে রয়েছে অন্তত ১৮টি মামলা।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে বাকলিয়া থানার তত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, মহিউদ্দিন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সোবহান দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সোবহান, হত্যায় নিজ সম্পৃক্ততা ও নির্দেশনার কথা স্বীকার করেছে।

জানা গেছে, বাকলিয়ার তত্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতেই মহিউদ্দিনকে হত্যা করে সোবহান ও তার সহযোগীরা। এর আগে গত ২৫ জুলাই বিকেল ৫টার দিকে গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী ওইদিনই বাকলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

১৮ মামলার আসামি ‘মাদক সম্রাট’ অবশেষে ধরা

আপডেট সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র যোগানদাতা হিসেবে পরিচিত আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত সোবহানের বিরুদ্ধে রয়েছে অন্তত ১৮টি মামলা।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে বাকলিয়া থানার তত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, মহিউদ্দিন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সোবহান দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সোবহান, হত্যায় নিজ সম্পৃক্ততা ও নির্দেশনার কথা স্বীকার করেছে।

জানা গেছে, বাকলিয়ার তত্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতেই মহিউদ্দিনকে হত্যা করে সোবহান ও তার সহযোগীরা। এর আগে গত ২৫ জুলাই বিকেল ৫টার দিকে গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী ওইদিনই বাকলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।