ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সরকার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় : মাওলানা ফেরদৌস

সরকার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় : মাওলানা ফেরদৌস

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৬ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার জন্য হুমকিস্বরূপ হিসেবে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভ প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে ইউনূস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘুমন্ত অবস্থায় রেখে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমেরিকার এজেন্ডা ইউনুস সরকারকে বাস্তবায়ন করতে দেয়া হবে না।
সমাবেশে দলের অন্যান্য নেতারা বলেন, অন্তবর্তী সরকারের কাজ ছিলো ফ্যাসিস্টের সহযোগীদের বিচার করা। কিন্তু সেটা না করে পশ্চিমাদের সহযোগিতায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছে।
জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান সহ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেনসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিনিয়ত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। আমরা কখনো কখনো ভারতের আগ্রাসনে আবারো কখনো কখনো আমেরিকার আগ্রাসনে। আমাদের ঘুমন্ত অবস্থায় রেখে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। অবিলম্বে জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে বন্ধ করতে হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় : মাওলানা ফেরদৌস

সরকার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় : মাওলানা ফেরদৌস

আপডেট সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার জন্য হুমকিস্বরূপ হিসেবে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভ প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে ইউনূস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘুমন্ত অবস্থায় রেখে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমেরিকার এজেন্ডা ইউনুস সরকারকে বাস্তবায়ন করতে দেয়া হবে না।
সমাবেশে দলের অন্যান্য নেতারা বলেন, অন্তবর্তী সরকারের কাজ ছিলো ফ্যাসিস্টের সহযোগীদের বিচার করা। কিন্তু সেটা না করে পশ্চিমাদের সহযোগিতায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছে।
জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান সহ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেনসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিনিয়ত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। আমরা কখনো কখনো ভারতের আগ্রাসনে আবারো কখনো কখনো আমেরিকার আগ্রাসনে। আমাদের ঘুমন্ত অবস্থায় রেখে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। অবিলম্বে জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে বন্ধ করতে হবে।