পদায়নের ৭২ ঘণ্টার মাথায় সোনারগাঁয়ের ওসি প্রত্যাহার
পদায়নের ৭২ ঘণ্টার মাথায় সোনারগাঁয়ের ওসি প্রত্যাহার

- আপডেট সময় : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৪১ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার ৭২ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের স্বাক্ষরিত এক আদেশে এই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (’খ’ সার্কেল) আসিফ ইমাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে ইসমাইল হোসেনকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
এর তিনদিন আগে ৭ জুলাই ইসমাইল হোসেনকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে সোনারগাঁ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন মফিজুর রহমান।
তিনদিনের মাথায় প্রত্যাহার হওয়া পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি তাকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।