ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ বছরের সবচেয়ে ছোট দিন আজ ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ পৃথিবীতে টিকে থাকা শুধু ডিগ্রি দিয়ে সম্ভব নয়- প্রয়োজন সততা: সমাজকল্যাণ উপদেষ্টা রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩

সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র আইভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ৪৩২ জন পড়েছেন

সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৮ জুন) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করার পর সিনিয়র শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে মঞ্জুরের পাশাপাশি আদালত ফতুল্লা থানার হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট আবেদন করলে আদালতে আবেদন মঞ্জুর করেন ডাক্তার আইভীর বিরুদ্ধে। ডাক্তার আইভীর পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

আদালতের সরকারি পিপি (ভারপ্রাপ্ত) অ্যা. একেএম ওমর ফারুক নয়ন রিমান্ড মঞ্জুর ও শ্যোন অ্যারেষ্টের তথ্য নিশ্চিত করে বলেন, আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি হয়েছে। একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার পক্ষে রিমান্ড নামঞ্জুর আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

অপরদিকে ডাক্তার আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। ডাক্তার আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। আমরা রিমান্ড নামঞ্জুর আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৯ মে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের বাড়ি থেকে ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রথমে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কয়েকটি মামলায় আসামী করা হয় ডাক্তার আইভীকে। এ পর্যন্ত ডাক্তার আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ৬টি মামলায় শ্যোন অ্যারেষ্ট দেখানো হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র আইভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৮:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৮ জুন) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করার পর সিনিয়র শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে মঞ্জুরের পাশাপাশি আদালত ফতুল্লা থানার হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট আবেদন করলে আদালতে আবেদন মঞ্জুর করেন ডাক্তার আইভীর বিরুদ্ধে। ডাক্তার আইভীর পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

আদালতের সরকারি পিপি (ভারপ্রাপ্ত) অ্যা. একেএম ওমর ফারুক নয়ন রিমান্ড মঞ্জুর ও শ্যোন অ্যারেষ্টের তথ্য নিশ্চিত করে বলেন, আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি হয়েছে। একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার পক্ষে রিমান্ড নামঞ্জুর আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

অপরদিকে ডাক্তার আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। ডাক্তার আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। আমরা রিমান্ড নামঞ্জুর আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৯ মে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের বাড়ি থেকে ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রথমে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কয়েকটি মামলায় আসামী করা হয় ডাক্তার আইভীকে। এ পর্যন্ত ডাক্তার আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ৬টি মামলায় শ্যোন অ্যারেষ্ট দেখানো হয়েছে।