ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’ অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর পেলেন মান্ধানা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়: তারেক রহমান পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত আ.লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ: নুর মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

শহরে জুড়ে অবৈধ ব্যানার- ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের বিশেষ অভিযান 

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৩৮ জন পড়েছেন

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”— এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের অংশ হিসেবে আজ শনিবার (১৫ জুন) এই অভিযান পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলা।

অভিযানের অংশ হিসেবে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়া মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের উভয় পাশ এবং মাঝের বিভাজক থেকে সব ধরনের অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সক্রিয় সহযোগিতা এবং পুলিশের কঠোর নিরাপত্তায় পরিচালিত এই অভিযান অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অভিযানে প্রায় এক ট্রাক পরিমাণ অবাঞ্ছিত ব্যানার ও সাইনবোর্ড জব্দ করে অপসারণ করা হয়, যা নগরীর সৌন্দর্যবর্ধনে তাৎক্ষণিক ভূমিকা রেখেছে।

এই কার্যক্রমটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সরাসরি নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিক আল তাওহীদ-এর নেতৃত্বে পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই অভিযান শুধু শহরকে পরিচ্ছন্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করাই মূল লক্ষ্য। প্রশাসনের এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জকে শুধু একটি পরিচ্ছন্ন শহর হিসেবেই নয়, একটি সচেতন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহরে জুড়ে অবৈধ ব্যানার- ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের বিশেষ অভিযান 

আপডেট সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”— এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের অংশ হিসেবে আজ শনিবার (১৫ জুন) এই অভিযান পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলা।

অভিযানের অংশ হিসেবে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়া মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের উভয় পাশ এবং মাঝের বিভাজক থেকে সব ধরনের অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সক্রিয় সহযোগিতা এবং পুলিশের কঠোর নিরাপত্তায় পরিচালিত এই অভিযান অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অভিযানে প্রায় এক ট্রাক পরিমাণ অবাঞ্ছিত ব্যানার ও সাইনবোর্ড জব্দ করে অপসারণ করা হয়, যা নগরীর সৌন্দর্যবর্ধনে তাৎক্ষণিক ভূমিকা রেখেছে।

এই কার্যক্রমটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সরাসরি নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিক আল তাওহীদ-এর নেতৃত্বে পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই অভিযান শুধু শহরকে পরিচ্ছন্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করাই মূল লক্ষ্য। প্রশাসনের এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জকে শুধু একটি পরিচ্ছন্ন শহর হিসেবেই নয়, একটি সচেতন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।