ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ ঐশ্বর্য-অমিতাভ-অভিষেক, বচ্চন পরিবারে বিদ্যার দৌড়ে কে এগিয়ে? আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি ট্রাম্পের ওভাল অফিসে দুধের বোতল কেন ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল ইরানে হামলা চালাতে যেসব অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম শান্তর ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইসির ব্যাখ্যা চাইল বিএনপি হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি কার্যতালিকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের পরিপত্র চূড়ান্ত করছে সরকার

আইভীকে দুই থানার ৪ মামলায় গ্রেপ্তারের আবেদন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ৫০ জন পড়েছেন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন হলেও এখনই তাঁর মুক্তি মিলছে না। উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার দিনই তাঁকে আরও চারটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। রবিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) কাইউম খান নিশ্চিত করেন, রবিবার ও সোমবার বিকেলে সংশ্লিষ্ট আমলী আদালতে মামলা চারটিতে আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। আদালত এই আবেদন শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর তারিখ ধার্য করেছেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন, নতুন করে শ্যোন অ্যারেস্টের আবেদন করা মামলা চারটি হলো, ফতুল্লা মডেল থানার তিনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা। এবং সদর মডেল থানায় আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে করা মামলা।

পুলিশ সূত্রে জানা যায়, নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা এই চারটি মামলার একটিতেও ডা. আইভী এজাহারনামীয় আসামি নন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মামলার এজাহারে আসামির তালিকায় আইভীর নাম না থাকলেও তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তা থেকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে। তদন্তে মামলায় বর্ণিত অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইভীকে দুই থানার ৪ মামলায় গ্রেপ্তারের আবেদন

আপডেট সময় : ০১:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন হলেও এখনই তাঁর মুক্তি মিলছে না। উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার দিনই তাঁকে আরও চারটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। রবিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) কাইউম খান নিশ্চিত করেন, রবিবার ও সোমবার বিকেলে সংশ্লিষ্ট আমলী আদালতে মামলা চারটিতে আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। আদালত এই আবেদন শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর তারিখ ধার্য করেছেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন, নতুন করে শ্যোন অ্যারেস্টের আবেদন করা মামলা চারটি হলো, ফতুল্লা মডেল থানার তিনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা। এবং সদর মডেল থানায় আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে করা মামলা।

পুলিশ সূত্রে জানা যায়, নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা এই চারটি মামলার একটিতেও ডা. আইভী এজাহারনামীয় আসামি নন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মামলার এজাহারে আসামির তালিকায় আইভীর নাম না থাকলেও তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তা থেকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে। তদন্তে মামলায় বর্ণিত অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।