খেলার মাঠে লুটিয়ে পড়লেন তরুণ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
খেলার মাঠে লুটিয়ে পড়লেন তরুণ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

- আপডেট সময় : ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১০ জন পড়েছেন
হায়দরাবাদের উপ্পাল বাগায়থ এলাকায় বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ করেই লুটিয়ে পড়ে মারা গেছেন ২৬ বছর বয়সী এক তরুণ। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায়।
মারা যাওয়া তরুণের নাম গুন্ডলা রাকেশ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং আরটিসি ক্রস রোড এলাকায় থাকতেন।
উপ্পাল থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘সপ্তাহান্তে প্রায়ই বন্ধুবান্ধবদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতেন রাকেশ। অন্যান্য দিনের মতোই খেলছিলেন, হঠাৎ করেই কোর্টে পড়ে যান। কাছের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আগেই মারা গেছেন।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশের।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, খেলার মাঝেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ছেন রাকেশ। সঙ্গে সঙ্গেই তার বন্ধুরা দৌড়ে এসে সিপিআর দেওয়ার চেষ্টা করেন, তবে কোনো লাভ হয়নি।
পুলিশ জানিয়েছে, তারা একটি মামলা নিয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছে। রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।