ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
এক সেঞ্চুরিতেই রুটের ১২ রের্কড

এক সেঞ্চুরিতেই রুটের ১২ রের্কড

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৯ জন পড়েছেন

ব্যাট হাতে নামলেই নজির গড়ছেন জো রুট। ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ভারতের বিপক্ষে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ১৫০ রানের ইনিংস খেলে এক ডজন নজির গড়েছেন রুট।

১. রুট ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টেস্টে ১০০০ রান করেছেন। তৃতীয় দিন ২২ রান করার সঙ্গেই এই নজির গড়েছেন তিনি।

২. ইংল্যান্ডের দুই মাঠে ১০০০ রানের বেশি করেছেন রুট। গ্রাহাম গুচ ও অ্যালিস্টার কুকের পর তিনি ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি রয়েছে। লর্ডসে ২১৬৬ রান করেছেন রুট। পাশাপাশি ম্যাঞ্চেস্টারে ১১২৮ রান করেছেন তিনি।

৩. টেস্টে ১০৪ বার ৫০-এর বেশি রান করেছেন রুট। জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাপিয়ে গিয়েছেন তিনি। তারা ১০৩ বার ৫০-এর বেশি রান করেছেন। একমাত্র শচীন টেন্ডুলকার টেস্টে ১১৯ বার ৫০-এর বেশি রান রয়েছে।

৪. ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি শতরান রুটের। ১২টা শতরান করেছেন তিনি। এতদিন স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার স্মিথকেও ছাপিয়ে গেলন রুট।

৫. ঘরের মাঠে ভারতের বিপক্ষে নবম সেঞ্চুরি করেছেন রুট। ঘরের মাঠে কোনও এক প্রতিপক্ষের বিপক্ষে এটা কোনও ব্যাটসম্যানের করা সর্বাধিক শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে আটটি সেঞ্চুরি রয়েছে ডন ব্র্যাডম্যানের। তাকে ছাড়িয়ে গেছেন রুট।

৬. টেস্টে নিজের ৩৮তম শতরান করেছেন রুট। কুমার সঙ্গকারারও ৩৮টা শতরান রয়েছে। রুটের উপরে রয়েছেন তিন জন। শচীনের ৫১, ক্যালিসের ৪৫ ও পন্টিংয়ের ৪১টা সেঞ্চুরি রয়েছে।

৭. একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতরানের তালিকায় রুট ছুঁয়ে ফেলেছেন জ‍্যাক হবসকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবস ১২টি সেঞ্চুরি করেছেন। রুটও ভারতের বিরুদ্ধে ১২টি সেঞ্চুরি করেছেন।

৮. ঘরের মাঠে টেস্টে ২৩টি সেঞ্চুরি করেছেন রুট। ঘরের মাঠে পন্টিং, ক্যালিস ও মাহেলা জয়বর্ধনেরও ২৩টি শতরান রয়েছে। তাদের ছুঁয়ে ফেলেছেন রুট।

৯. টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়েছেন রুট। এক ইনিংসে তিন জনকে টপকে গিয়েছেন তিনি। টেস্টে রুটের রান ১৩,৪০৯। তিনি রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), ক্যালিস (১৩,২৮৯) ও পন্টিংকে (১৩,৩৭৮) এক ইনিংসেই টপকে গিয়েছেন। রুটের সামনে শুধু শচীন (১৫,৯২১)।

১০. টেস্টে একজন বোলারের বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন রুট। ভারতের রবীন্দ্র জাডেজার বিপক্ষে ৫৮৮ রান করেন রুট। এত দিন এই রেকর্ড ছিল স্মিথের। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে ৫৭৭ রান করেছিলেন তিনি।

১১. ইংল্যান্ডের মাটিতে টেস্টে ৭১৯৫ রান করেছেন রুট। তিনি ছাড়িয়ে গেছেন জয়াবর্ধনেকে। শ্রীলংকার মাঠে জয়বর্ধনের ৭১৬৭ রান রয়েছে। রুটের উপরে রয়েছেন শচীন ও পন্টিং। অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিং ৭৫৭৮ ও ভারতের মাটিতে শচীন ৭২১৬ রান করেছেন।

১২. টেস্টে ১৫০ বা তার বেশি রানের তালিকায় পাঁচ নম্বরে জো রুট। লাল বলের ক্রিকেটে ১৬ বার এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। তার আগে শচীন (২০), ব্রায়ান লারা (১৯), সাঙ্গাকারা (১৯) ও ব্র্যাডম্যান (১৮)।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এক সেঞ্চুরিতেই রুটের ১২ রের্কড

এক সেঞ্চুরিতেই রুটের ১২ রের্কড

আপডেট সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ব্যাট হাতে নামলেই নজির গড়ছেন জো রুট। ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ভারতের বিপক্ষে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ১৫০ রানের ইনিংস খেলে এক ডজন নজির গড়েছেন রুট।

১. রুট ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টেস্টে ১০০০ রান করেছেন। তৃতীয় দিন ২২ রান করার সঙ্গেই এই নজির গড়েছেন তিনি।

২. ইংল্যান্ডের দুই মাঠে ১০০০ রানের বেশি করেছেন রুট। গ্রাহাম গুচ ও অ্যালিস্টার কুকের পর তিনি ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি রয়েছে। লর্ডসে ২১৬৬ রান করেছেন রুট। পাশাপাশি ম্যাঞ্চেস্টারে ১১২৮ রান করেছেন তিনি।

৩. টেস্টে ১০৪ বার ৫০-এর বেশি রান করেছেন রুট। জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাপিয়ে গিয়েছেন তিনি। তারা ১০৩ বার ৫০-এর বেশি রান করেছেন। একমাত্র শচীন টেন্ডুলকার টেস্টে ১১৯ বার ৫০-এর বেশি রান রয়েছে।

৪. ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি শতরান রুটের। ১২টা শতরান করেছেন তিনি। এতদিন স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার স্মিথকেও ছাপিয়ে গেলন রুট।

৫. ঘরের মাঠে ভারতের বিপক্ষে নবম সেঞ্চুরি করেছেন রুট। ঘরের মাঠে কোনও এক প্রতিপক্ষের বিপক্ষে এটা কোনও ব্যাটসম্যানের করা সর্বাধিক শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে আটটি সেঞ্চুরি রয়েছে ডন ব্র্যাডম্যানের। তাকে ছাড়িয়ে গেছেন রুট।

৬. টেস্টে নিজের ৩৮তম শতরান করেছেন রুট। কুমার সঙ্গকারারও ৩৮টা শতরান রয়েছে। রুটের উপরে রয়েছেন তিন জন। শচীনের ৫১, ক্যালিসের ৪৫ ও পন্টিংয়ের ৪১টা সেঞ্চুরি রয়েছে।

৭. একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতরানের তালিকায় রুট ছুঁয়ে ফেলেছেন জ‍্যাক হবসকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবস ১২টি সেঞ্চুরি করেছেন। রুটও ভারতের বিরুদ্ধে ১২টি সেঞ্চুরি করেছেন।

৮. ঘরের মাঠে টেস্টে ২৩টি সেঞ্চুরি করেছেন রুট। ঘরের মাঠে পন্টিং, ক্যালিস ও মাহেলা জয়বর্ধনেরও ২৩টি শতরান রয়েছে। তাদের ছুঁয়ে ফেলেছেন রুট।

৯. টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়েছেন রুট। এক ইনিংসে তিন জনকে টপকে গিয়েছেন তিনি। টেস্টে রুটের রান ১৩,৪০৯। তিনি রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), ক্যালিস (১৩,২৮৯) ও পন্টিংকে (১৩,৩৭৮) এক ইনিংসেই টপকে গিয়েছেন। রুটের সামনে শুধু শচীন (১৫,৯২১)।

১০. টেস্টে একজন বোলারের বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন রুট। ভারতের রবীন্দ্র জাডেজার বিপক্ষে ৫৮৮ রান করেন রুট। এত দিন এই রেকর্ড ছিল স্মিথের। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে ৫৭৭ রান করেছিলেন তিনি।

১১. ইংল্যান্ডের মাটিতে টেস্টে ৭১৯৫ রান করেছেন রুট। তিনি ছাড়িয়ে গেছেন জয়াবর্ধনেকে। শ্রীলংকার মাঠে জয়বর্ধনের ৭১৬৭ রান রয়েছে। রুটের উপরে রয়েছেন শচীন ও পন্টিং। অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিং ৭৫৭৮ ও ভারতের মাটিতে শচীন ৭২১৬ রান করেছেন।

১২. টেস্টে ১৫০ বা তার বেশি রানের তালিকায় পাঁচ নম্বরে জো রুট। লাল বলের ক্রিকেটে ১৬ বার এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। তার আগে শচীন (২০), ব্রায়ান লারা (১৯), সাঙ্গাকারা (১৯) ও ব্র্যাডম্যান (১৮)।