ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শচীনের রেকর্ড নিয়ে আগ্রহ নেই, যা বললেন ইংলিশ তারকা

শচীনের রেকর্ড নিয়ে আগ্রহ নেই, যা বললেন ইংলিশ তারকা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ১৮ জন পড়েছেন

টেস্ট ক্রিকেটে রানের দিক থেকে শচীন টেন্ডুলকারের পরে এখন একমাত্র ব্যাটার হলেন জো রুট। তবে ইংল্যান্ডের এই তারকা ব্যাটার জানালেন, শচীনের রেকর্ড ভাঙা নয়, বরং দলের জয়ই তার প্রধান লক্ষ্য।

ভারতের বিপক্ষে ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে দুর্দান্ত এক ১৫০ রানের ইনিংস খেলে রুট পেরিয়ে গেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে। এখন তার সামনে কেবল টেন্ডুলকার, যার রান সংখ্যা ১৫,৯২১। রুটের রান এখন ১৩,৪০৯। তবে এই মুহূর্তে রুট এসব নিয়ে ভাবছেন না।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রুট বলেন, ‘এগুলো নিয়ে খুব সহজেই আবেগে ভেসে যাওয়া যায়। কিন্তু দিন শেষে, তুমি খেলছো ভারতের বিপক্ষে, যা ক্রিকেটেরই সবচেয়ে বড় সিরিজগুলোর একটি। এটা নিজের কথা ভাবার সময় নয়, এটা হলো এমন একটা জায়গায় দলকে নিয়ে যাওয়া, যেখান থেকে আমরা জিততে পারি।’

তবে এমন বড় মাইলফলকের কথা স্বীকার করতেও ভুল করেননি রুট। তিনি বলেন, ‘যখন ওই তালিকাটা দেখি, তখন দেখি সেখানে যারা আছে, তারা সবাই সেই মানুষ, যাদেরকে ছোটবেলায় আমি অনুকরণ করতাম। কখনো বাগানে, কখনো রাস্তায়, কখনো ক্লাবে। এইসব নামের সঙ্গে একই বাক্যে নিজের নাম শুনতে পারা সত্যিই এক মুহূর্ত যেখানে নিজেকে একটু চিমটি কেটে দেখতে হয়।’

রুট আরও জানান, কোভিডের সময়টা তার খেলায় অনেক পরিবর্তন এনেছে। তখন তিনি ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। তিনি বলেন, ‘আমি স্কাইয়ের কাছ থেকে কিছু ভিডিও চেয়েছিলাম। যেখানে আমি আউট হচ্ছিলাম, সেইসব দেখি আর ভাবি কোন ধরণের ভুল বারবার হচ্ছে।’

তিনি বলেন, ‘আগে সব সময় আমি কেবল টেকনিকের ওপর নির্ভর করতাম। কিন্তু এখনকার ধাপে আমি চেষ্টা করি ঝুঁকি কমাতে। দেখি, কিভাবে কোন ধরণের আউট হওয়ার সম্ভাবনা কমানো যায়, অথচ রান করার সম্ভাবনাও যেন থাকে।’

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

শচীনের রেকর্ড নিয়ে আগ্রহ নেই, যা বললেন ইংলিশ তারকা

শচীনের রেকর্ড নিয়ে আগ্রহ নেই, যা বললেন ইংলিশ তারকা

আপডেট সময় : ০২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

টেস্ট ক্রিকেটে রানের দিক থেকে শচীন টেন্ডুলকারের পরে এখন একমাত্র ব্যাটার হলেন জো রুট। তবে ইংল্যান্ডের এই তারকা ব্যাটার জানালেন, শচীনের রেকর্ড ভাঙা নয়, বরং দলের জয়ই তার প্রধান লক্ষ্য।

ভারতের বিপক্ষে ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে দুর্দান্ত এক ১৫০ রানের ইনিংস খেলে রুট পেরিয়ে গেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে। এখন তার সামনে কেবল টেন্ডুলকার, যার রান সংখ্যা ১৫,৯২১। রুটের রান এখন ১৩,৪০৯। তবে এই মুহূর্তে রুট এসব নিয়ে ভাবছেন না।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রুট বলেন, ‘এগুলো নিয়ে খুব সহজেই আবেগে ভেসে যাওয়া যায়। কিন্তু দিন শেষে, তুমি খেলছো ভারতের বিপক্ষে, যা ক্রিকেটেরই সবচেয়ে বড় সিরিজগুলোর একটি। এটা নিজের কথা ভাবার সময় নয়, এটা হলো এমন একটা জায়গায় দলকে নিয়ে যাওয়া, যেখান থেকে আমরা জিততে পারি।’

তবে এমন বড় মাইলফলকের কথা স্বীকার করতেও ভুল করেননি রুট। তিনি বলেন, ‘যখন ওই তালিকাটা দেখি, তখন দেখি সেখানে যারা আছে, তারা সবাই সেই মানুষ, যাদেরকে ছোটবেলায় আমি অনুকরণ করতাম। কখনো বাগানে, কখনো রাস্তায়, কখনো ক্লাবে। এইসব নামের সঙ্গে একই বাক্যে নিজের নাম শুনতে পারা সত্যিই এক মুহূর্ত যেখানে নিজেকে একটু চিমটি কেটে দেখতে হয়।’

রুট আরও জানান, কোভিডের সময়টা তার খেলায় অনেক পরিবর্তন এনেছে। তখন তিনি ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। তিনি বলেন, ‘আমি স্কাইয়ের কাছ থেকে কিছু ভিডিও চেয়েছিলাম। যেখানে আমি আউট হচ্ছিলাম, সেইসব দেখি আর ভাবি কোন ধরণের ভুল বারবার হচ্ছে।’

তিনি বলেন, ‘আগে সব সময় আমি কেবল টেকনিকের ওপর নির্ভর করতাম। কিন্তু এখনকার ধাপে আমি চেষ্টা করি ঝুঁকি কমাতে। দেখি, কিভাবে কোন ধরণের আউট হওয়ার সম্ভাবনা কমানো যায়, অথচ রান করার সম্ভাবনাও যেন থাকে।’