ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
‘ভাই, তোমার শটে তো বেশ জোর!’ আঘাত পেয়ে নতুন সতীর্থকে বললেন আর্জেন্টাইন বিশ্বজয়ী

‘ভাই, তোমার শটে তো বেশ জোর!’ আঘাত পেয়ে নতুন সতীর্থকে বললেন আর্জেন্টাইন বিশ্বজয়ী

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ১৩ জন পড়েছেন

ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে কিছুদিন আগেই যোগ দিয়েছেন লিভারপুলে। প্রায় ৯৫ মিলিয়ন ইউরোতে দলটিতে যোগ দেওয়া এই স্ট্রাইকারের শটের জোর বেশ বিখ্যাত ইউরোপজুড়ে। তবে সে জোরটা হাতে-কলমে টের পেলেন সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ‘স্টোরি’ পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তার চোখের ওপরে ফুলে আছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাই, তোমার শটে এত জোর কেন!’—যা সরাসরি একিতিকে-কে উদ্দেশ করেই বলা।

কীভাবে আঘাতটা লাগল, সেটা পুরোপুরি পরিষ্কার নয়। তবে বোঝাই যাচ্ছে, অনুশীলনে কোনো এক সময় ফরাসি তারকার জোরালো শটেই চোট পান ম্যাক অ্যালিস্টার। এই ঘটনা থেকেই অনেকেই বলছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের জন্য একিতিকে হতে যাচ্ছেন বড় চ্যালেঞ্জ।

একিতিকে এসেছেন জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে। ট্রান্সফার ফি ও বোনাস মিলিয়ে তার চুক্তির মূল্য প্রায় ৯৫ মিলিয়ন ইউরো। লিভারপুলের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছেন এই তরুণ স্ট্রাইকার। তার ওপর বড় ভরসা রাখছে ক্লাব। আগামী মৌসুমে তার দিকেই তাকিয়ে থাকবে অ্যানফিল্ড।

এদিকে লিভারপুল চলতি দলবদল মৌসুমে এখন পর্যন্ত বেশ ব্যস্ত সময়ই পার করছে। একিতিকে বাদেও বেয়ার লেভারকুজেন থেকে রাইটব্যাক জেরেমি ফ্রিমপং, ফ্লোরিয়ান ভার্টজ, মিলোস কেরকেজ, ফ্রেডি উডম্যান, ও উইল রাইটকে দলে ভিড়িয়েছে।

চলতি দলবদল মৌসুমের আগেই গিওর্গি মামার্দাশভিলিকে দলে ভেড়ানোর বিষয়টা নিশ্চিত ছিল। তিনিও ইতোমধ্যেই যোগ দিয়ে ফেলেছেন অল রেডদের শিবিরে।

গেল মৌসুমে দলটা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। সে সাফল্যটা ধরে রাখতে এবার আগেভাগেই দলবদলের বাজারে ব্যস্ত সময় কাটাচ্ছে অল রেডরা। হুগো একিতিকে তার সবশেষ সংযোজন।

তবে দলটা এখানেই থামতে নাও পারে। ইতোমধ্যেই নিউক্যাসল থেকে আলেক্সান্দার ইসাককে দলে ভেড়ানোর গুঞ্জন আছে দলটির। শেষমেশ তাকেও দলটা স্কোয়াডে ভেড়ায় কি না, তা দেখতে অপেক্ষা করতে হবে দলবদল মৌসুমের শেষ পর্যন্ত।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ভাই, তোমার শটে তো বেশ জোর!’ আঘাত পেয়ে নতুন সতীর্থকে বললেন আর্জেন্টাইন বিশ্বজয়ী

‘ভাই, তোমার শটে তো বেশ জোর!’ আঘাত পেয়ে নতুন সতীর্থকে বললেন আর্জেন্টাইন বিশ্বজয়ী

আপডেট সময় : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে কিছুদিন আগেই যোগ দিয়েছেন লিভারপুলে। প্রায় ৯৫ মিলিয়ন ইউরোতে দলটিতে যোগ দেওয়া এই স্ট্রাইকারের শটের জোর বেশ বিখ্যাত ইউরোপজুড়ে। তবে সে জোরটা হাতে-কলমে টের পেলেন সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ‘স্টোরি’ পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তার চোখের ওপরে ফুলে আছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাই, তোমার শটে এত জোর কেন!’—যা সরাসরি একিতিকে-কে উদ্দেশ করেই বলা।

কীভাবে আঘাতটা লাগল, সেটা পুরোপুরি পরিষ্কার নয়। তবে বোঝাই যাচ্ছে, অনুশীলনে কোনো এক সময় ফরাসি তারকার জোরালো শটেই চোট পান ম্যাক অ্যালিস্টার। এই ঘটনা থেকেই অনেকেই বলছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের জন্য একিতিকে হতে যাচ্ছেন বড় চ্যালেঞ্জ।

একিতিকে এসেছেন জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে। ট্রান্সফার ফি ও বোনাস মিলিয়ে তার চুক্তির মূল্য প্রায় ৯৫ মিলিয়ন ইউরো। লিভারপুলের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছেন এই তরুণ স্ট্রাইকার। তার ওপর বড় ভরসা রাখছে ক্লাব। আগামী মৌসুমে তার দিকেই তাকিয়ে থাকবে অ্যানফিল্ড।

এদিকে লিভারপুল চলতি দলবদল মৌসুমে এখন পর্যন্ত বেশ ব্যস্ত সময়ই পার করছে। একিতিকে বাদেও বেয়ার লেভারকুজেন থেকে রাইটব্যাক জেরেমি ফ্রিমপং, ফ্লোরিয়ান ভার্টজ, মিলোস কেরকেজ, ফ্রেডি উডম্যান, ও উইল রাইটকে দলে ভিড়িয়েছে।

চলতি দলবদল মৌসুমের আগেই গিওর্গি মামার্দাশভিলিকে দলে ভেড়ানোর বিষয়টা নিশ্চিত ছিল। তিনিও ইতোমধ্যেই যোগ দিয়ে ফেলেছেন অল রেডদের শিবিরে।

গেল মৌসুমে দলটা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। সে সাফল্যটা ধরে রাখতে এবার আগেভাগেই দলবদলের বাজারে ব্যস্ত সময় কাটাচ্ছে অল রেডরা। হুগো একিতিকে তার সবশেষ সংযোজন।

তবে দলটা এখানেই থামতে নাও পারে। ইতোমধ্যেই নিউক্যাসল থেকে আলেক্সান্দার ইসাককে দলে ভেড়ানোর গুঞ্জন আছে দলটির। শেষমেশ তাকেও দলটা স্কোয়াডে ভেড়ায় কি না, তা দেখতে অপেক্ষা করতে হবে দলবদল মৌসুমের শেষ পর্যন্ত।