বহিস্কৃতদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে এসপিকে মামুন মাহমুদের চিঠি

- আপডেট সময় : ১০:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১৭৫ জন পড়েছেন
নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নে ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধানসহ পাঁচ জনের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এর আগে তাদের বহিষ্কার করে বিএনপি।
বুধবার (৩০ জুলাই) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এসপির কাছে চিঠি পাঠান।
এসময় আড়াইহাজারের ঘটনায় বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান ওরফে তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে এসপিকে আহ্বান জানান মামুন মাহমুদ।
এর আগে সকালে আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যা করেছেন বিএনপি নেতাকর্মীরা। এঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ বারো জন অভিযুক্ত বলে জানান নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল।