পুলিশের সহযোগিতায় কৃষকদল নেতার জমি দখলের অভিযোগ
পুলিশের সহযোগিতায় কৃষকদল নেতার জমি দখলের অভিযোগ

- আপডেট সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১৫ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
সিদ্ধিরগঞ্জে জমির মালিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে গ্রেফতার করিয়ে পুলিশের সহযোগিতায় কৃষকদলের নেতার পক্ষে জমি দখলের অভিযোগে জেলা পুলিশ সুপারের নিকট অভিযোগ করেছেন এক ব্যাক্তি।
বৃস্পতিবার (২৪ জুলাই) সকালে পুলিশের সহযোগিতায় ভূমিদস্যু আবু তাহের ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক আবু তৈয়ব দলবল নিয়ে ঐ জমির চারদিকে উচু দেয়াল নির্মান করে দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নিকট এ লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী মোঃ জালাল উদ্দিন।
অভিযোগে উল্লেখ্য করেন, সিদ্ধিরগঞ্জের উত্তর মাদানী নগর এলাকায় অভিযোগকারীসহ ১৮ জন অংশিদারের ক্রয়কৃত ৬ শতাংশ জমিতে গত ১০ জুলাই সকালে ঐ এলাকার চিহিৃত ভূমিদস্যু আবু তাহেরের পক্ষ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক সাইনবোর্ড স্থাপন করেন। এঘটনায় আমাদের অংশিদার মোঃ আমিনুল হক সিদ্ধিরগঞ্জ থানায় উক্ত বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অফিসার ইনচার্জ উক্ত অভিযোগটি এস.আই ওয়াসিম আকরামকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। কিন্তু এসআই ওয়াসিম আকরাম তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ না করিয়া বিবাদীর কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলমের সহযোগীতায় ২২ জুলাই অভিযোগ দায়েরকারী আমার অংশীদার মোঃ আমিনুল হকসহ ৪ জন মালিক ও ২ জন লেবারের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ উঠেছে বৃস্পতিবার সকালে পুলিশের সহযোগিতায় ভূমিদস্যু আবু তাহের ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক আবু তৈয়ব দলবল নিয়ে উক্ত জমির চারদিকে উচু দেওয়াল নির্মান করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে অবহগত করলেও তিনি কোন প্রকার সহযোগীতা করেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহনিুর আলম জানান, অভিযোগের বিষয়টা সম্পূর্ণ ভুয়া। এসপি স্যারও বিষয়টা সম্পর্কে অবগত আছেন। জমিতে পাঁচ দিন আগেও একবার দেয়াল ভাংচুরের ঘটনা ঘটেছে। পরবর্তীতে আবারও দেয়াল ভাঙতে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। ভাংচুরের ঘটনায় চাঁদাবাজি মামলায় কেনো চালান করা হলো এমন প্রশ্ন করলে ওসি বিষয়টি এড়িয়ে যান।