বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য এনায়েতনগরে ছাত্রদলের দোয়া
বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য এনায়েতনগরে ছাত্রদলের দোয়া

- আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৬ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য মাদ্রাসার বাচ্চাদের নিয়ে দোয়ার আয়োজন করেছেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দরা।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের নির্দেশে গত ২৪ জুলাই থেকে এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দোয়ার আয়োজন করা হয়। গত ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ইউনিয়নের ৩টি ৩,৪,৫ নং ওয়ার্ডে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল সম্পর্কে এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মান ইসলাম ইমন জানায়, আমরা আমাদের নেতা মশিউর রহমান রনি ও মেহেদী হাসান দোলনের নির্দেশে এই দোয়ার আয়োজন চলমান রাখবো আমাদের ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে। আমরা বিমান দুর্ঘটনায় সকল আহত ও নিহতদের জন্য দোয়া কামনা করি।
এসময় এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা।