প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের সাথে কাসেমীর শুভেচ্ছা বিনিময়
প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের সাথে কাসেমীর শুভেচ্ছা বিনিময়

- আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৬ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
গতকাল সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলামীর নেতা মুফতি মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় তার সাথে তার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্নান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, আরো উপস্থিত ছিলেন মুফতি হারুনুর রশিদ, মাওলানা তৈয়ব আলী হোসাইনী, মাওলানা কায়েম উদ্দিন দায়েমী, মাওলানা মেনায়ার হোসাইন এবং মাওলানা এম মোফাজ্জল ইবনে মাহফুজ প্রমুখ। এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য রফিকুল ইসলাম জীবন এবং অপর নির্বাচিত সদস্য প্রনব কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে মনির হোসেন কাসেমীর প্রার্থীতা নিয়ে আলাপ আলোচনা করেন। এ বিষয়ে মনির হোসেন কাসেমী বলেন, তিনি ও তার দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন হলে তিনি এই জোটের মনোনয়ন চাইবেন। আবার জামায়াতে ইসলামী সহ অপরাপর ইসলামী দলগুলিও তাদের সাথে আলাপ আলোচনা করছেন বলে তিনি জানান। তবে এখনো কিছু চ’ড়ান্ত হয়নি, প্রস্তুতি চলছে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া এই মুহুর্তে ইসলামী দলগুলি একক ভাবে রাস্ট্র ক্ষমতায় এলে কিভাবে রাস্ট্র পরিচালনা করবে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে ভু রাজনীতির কথা মাথায় রেখেই এগুতে হচ্ছে। দেশে ইসলামী শাসন কায়েম হলে ভারত ও পশ্চিমা শক্তি কিভাবে দেখবে এ বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। তবে আগামী কিছু দিনের মধ্যেই সব কিছু আরো পরিস্কার হবে বলে তিনি জানান।