ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় ৪ জন গ্রেফতার

আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় ৪ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ১৯ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিঠু ভূঁইয়া (৪৫): শহরের ভূইয়াপাড়া ৪৪৪, শাহ সুজা রোড এলাকার মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলা নং ৪(৯)২৪-এর আসামি। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সোহেল (৫০): পশ্চিম দেওভোগ এল এন রোড এলাকার মৃত ইমান আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ থানার মামলা নং ০৯, তারিখ ১২/০৫/২৫ এর অন্যতম আসামি। এই মামলা দায়ের হয়েছিল সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাজে বাধা প্রদানসংক্রান্ত ঘটনায়। মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০): একই মামলার আসামি। তিনি মৃত শাহীন মিয়ার ছেলে। মেহেদী হাসান তুহিন (২৭): মৃত মো. সোলমান মিয়ার ছেলে এবং একই মামলার অপর আসামি।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে শহীদনগর এলাকা থেকে একজন এবং দেওভোগ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে। নারায়ণগঞ্জে সম্প্রতি ‘বৈষম্য বিরোধী আন্দোলন’ ঘিরে উত্তেজনা দেখা দেয়। সেই ধারাবাহিকতায় দায়ের হওয়া মামলায় এই চারজনের নাম আসে।
অন্যদিকে, কয়েক সপ্তাহ আগে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের ঘটনাও আলোচনায় আসে। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযানে নামে।
খোঁজনিয়ে জানাযায়, মেহেদী হাসান তুহিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমেরী ওসমানের মায়ের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। আরেকজন মোঃ রিয়াদ তিনিও আজমেরী ওসমানের অনুসারী ছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় ৪ জন গ্রেফতার

আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিঠু ভূঁইয়া (৪৫): শহরের ভূইয়াপাড়া ৪৪৪, শাহ সুজা রোড এলাকার মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলা নং ৪(৯)২৪-এর আসামি। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সোহেল (৫০): পশ্চিম দেওভোগ এল এন রোড এলাকার মৃত ইমান আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ থানার মামলা নং ০৯, তারিখ ১২/০৫/২৫ এর অন্যতম আসামি। এই মামলা দায়ের হয়েছিল সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাজে বাধা প্রদানসংক্রান্ত ঘটনায়। মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০): একই মামলার আসামি। তিনি মৃত শাহীন মিয়ার ছেলে। মেহেদী হাসান তুহিন (২৭): মৃত মো. সোলমান মিয়ার ছেলে এবং একই মামলার অপর আসামি।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে শহীদনগর এলাকা থেকে একজন এবং দেওভোগ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে। নারায়ণগঞ্জে সম্প্রতি ‘বৈষম্য বিরোধী আন্দোলন’ ঘিরে উত্তেজনা দেখা দেয়। সেই ধারাবাহিকতায় দায়ের হওয়া মামলায় এই চারজনের নাম আসে।
অন্যদিকে, কয়েক সপ্তাহ আগে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের ঘটনাও আলোচনায় আসে। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযানে নামে।
খোঁজনিয়ে জানাযায়, মেহেদী হাসান তুহিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমেরী ওসমানের মায়ের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। আরেকজন মোঃ রিয়াদ তিনিও আজমেরী ওসমানের অনুসারী ছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি।