নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়েছে শামীম ওসমান : রনি
নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়েছে শামীম ওসমান : রনি

- আপডেট সময় : ০৫:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ১৫ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, জুলাইয়ে শামীম ওসমান যেভাবে তার নিজ সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে গুলি করেছে এটা নারায়ণগঞ্জের মানুষ কোনদিনও মেনে নেবে না। নারায়ণগঞ্জে শামীম ওসমানের ছায়া পড়লে সেই ছায়াকেও মানুষ ধ্বংস করে দেবে। নারায়ণগঞ্জে জুলাই আগষ্ট যাদের কারণে সৃষ্টি হয়েছে তাদের আর নারায়ণগঞ্জে পুনর্বাসিত হতে দেয়া যাবে না।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাকে বিচ্ছিন্ন করার ঘটনা তুলে ধরে তিনি বলেন, সাইনবোর্ড, সানারপাড়, কাঁচপুরে আমি ছাত্রদল যুবদল নেতাকর্মীদের নিয়ে সক্রিয় ছিলাম। আমরা গাড়িগুলো রাতে পাংচার করে দিতাম। দিনের বেলা আমরা বালু, শুরকি, মার্বেল দিয়ে গাড়ির আয়না ঘোলা করে দিতাম। এর ফলে এটা সাদা হয়ে যেত এং ড্রাইভার দেখত না, ফলে গাড়ি বন্ধ থাকতো। যেন যাত্রী ও ড্রাইভারদের কোন ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে আমরা এ কাজ করেছি।
তিনি বলেন, দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের মাধ্যমে জুলাইয়ের সৃষ্টি। শামীম ওসমান ও অয়ন ওসমান কীভাবে নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছিল তা আপনারা দেখেছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবরের পরে থেকেই আমরা রাজপথে ছিলাম, রাজপথ ছেড়ে যাইনি।
তিনি আরও বলেন, জুলাই মাসে চূড়ান্ত আন্দোলন হয়েছিল। আমাদের বহু নেতাকর্মী জুলাইয়ে নিহত হয়েছে। আজ এই আন্দোলনকে এবং আমাদের এই অর্জনকে নষ্ট করার চেষ্টা অনেকে করছেন। তবে এটা সম্ভব নয়। সারা দেশের মানুষ দেখেছে, আমাদের আন্দোলনের ফসল জুলাই আগষ্ট। আজ যারা কথা বলে তারা শুধু জুলাই আগষ্টের ইতিহাসই জানে। এর বাইরে কিছু তারা জানে না।
১৯৭১ সালে যারা প্রকৃত যোদ্ধা ছিল তাদের বিতাড়িত করেছিল আওয়ামী লীগ। আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যরা জানে কারা আন্দোলনের মাঠে ছিল।
তিনি বলেন, সেসময় জীবনের মায়া তুচ্ছ করে আমরা মাঠে ছিলাম। প্রায়ই পুলিশ আসতো, আমাদের গ্রেপ্তার করতো। আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তাদের নির্যাতন করা হয়েছে। আমাকে শামীম ওসমান ও অয়ন ওসমান মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে। আমার বাবাকে একদিন শামীম ওসমান ও শাহ নিজাম চাষাঢ়ায় প্রকাশ্যে অপমান করেছিল। তবুও আমরা দমে যাইনি।