নির্বাচনকে ঘিরে বিএনপির তৃনমূলের প্রস্তুতি
নির্বাচনকে ঘিরে বিএনপির তৃনমূলের প্রস্তুতি

- আপডেট সময় : ০৫:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ২৫ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছেন বিএনপির তৃনমূল নেতাকর্মীরা। দল যাকে মনোনয়ন দেবে তারা তাকে নিয়েই মাঠে নামবেন। তারা জানিয়েছেন তাদের ব্যাক্তিগত পছন্দ অপছন্দ থাকলেও দলীয় প্রধান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দেবে তারা তাকে নিয়েই নির্বাচনের মাঠে ঝাপিয়ে পরবেন। গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লা থানা এলাকার তিনজন তৃনমূল নেতার সাথে এই প্রতিনিধির কথা হয়। এ সময় তারা এমন মতামত ব্যাক্ত করেন।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, নারায়ণগঞ্জে দল যাকে মনোনয়ন দেবে আমরা তাকে নিয়ে নির্বাচনের মাঠে ঝাপিয়ে পরবো। তবে যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে এরই মাঝে নানা অপকর্মে জরিত হয়েছেন তাদের স্থান বিএনপিতে হবে না। তারা বিএনপির মনোনয়নতো দূরের কথা দলে তাদের কোনো পদবী থাকবে না। সারা দেশেই এর প্রমান পাওয়া গেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। দল এমন মানুষকেই মনোনয়ন দেবে যিনি নাকি জনবান্ধব হবেন এবং তিনি ক্লিন ইমেজের অধিকারী হবেন। দলীয় প্রার্থীকে নিয়ে আসন্ন নির্বাচন মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই এবার বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকবর আলী সুমন বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জের সব কয়টি আসনই বিএনপির ঘাটি হিসাবে পরিচিত। তাই এই আসন গুলিতে বিএনপির ভোটাররা সহ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য। দল যাকে মনোনয়ন দেবে আমরা তাকে নিয়েই নির্বাচনের মাঠে ঝাপিয়ে পরবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিগত দেড় যুগ ধরে গোটা দেশের মানুষ স্বাধীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাই আমরা বিশ্বাস করি এবার যেহেতু মানুষ তাদের ভোটের অধীকার প্রয়োগ করতে পারবে তাই এবারের নির্বাচনকে ঘিরে এরই মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আর এই দেশে নেৃতত্ব দেয়ার জন্য জিয়া পরিবার তথা খালেদা জিয়া এবং তারেক রহমানের কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত এই পরিবার দেশ প্রেমের পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। শিগগিরই তারেক রহমান দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি এবারের নির্বাচনে বিএনপি বিপুল ভোট পেয়ে সরকার গঠন করবে এবং দেশের ব্যাপক উন্নয়ন করবে ইনশাআল্লাহ।
এদিকে এ বিষয়ে বিএনপি নেতা হাসান আলী বলেন, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বার বার দেশ প্রেমের পরিচয় দিয়েছেন। যার ফলে সারা বাংলাদেশের সাধারন মানুষ জিয়া পরিবারের প্রতি আস্থা রেখেছে। আপনারা দেখতে পেয়েছেন বিগত ফ্যাসিষ্ট সরকারের প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা কি পরিমান জুলুম নির্যাতন চালিয়েছেন খালেদা জিয়ার উপর। কিন্তু বিপরিতে খালেদা জিয়া একটি কথাও বলেননি শেখ হাসিনার বিরুদ্ধে। এছাড়া বর্তমান সময়ে দেশ পরিচালনায় অনেকে যখন বর্তমান সরকার প্রধান ড. মুহম্মদ ইউনুসকে অসহযোগীতা করে তাকে বিব্রত করছিলেন ঠিক তখনই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তার পাশে এসে দাড়িয়েছেন এবং দলের প্রত্যেকটি নেতাকর্মীকে বর্তমান সরকারকে সহযোগীতা করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। আমরাও প্রস্তুতি নিচ্ছি। নিশ্চয়ই দল ভালো মানুষদের মনোনয়ন দেবে এবং বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ।