সাইনবোর্ডে এনসিপির ব্লকেড
সাইনবোর্ডে এনসিপির ব্লকেড

- আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১৪ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় এই ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ করেন এনসিপি নেতাকর্মীরা।
এসময় সড়কে বাঁশ, ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেন তারা।
এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু জানান, সাইনবোর্ডে ছাত্র-জনতা জড়ো হতে শুরু করেছে। হামলার জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, নারায়ণগঞ্জের ছাত্র-জনতা রাজপথে রয়েছে। আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছি। বিপ্লবীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সাইনবোর্ডে মানুষ জড়ো হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।