ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন: বিপুল ভোটে জয়ের পথে এম. সোলায়মান জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা দুই বছর পর ওমরাহ করতে গিয়ে ছেলের সঙ্গে সাক্ষাৎ ওমর সানীর

ফতুল্লার লালখাঁয় সরকার নামের ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ১৭৬ জন পড়েছেন

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেনের পানি থেকে বস্তাবন্দি অবস্থায় জনি সরকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এডভান্স গার্মেন্টস সংলগ্ন গলির পাশে ড্রেনে বস্তাটি ভেসে ওঠে।

নিহত জনি সরকার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্টপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার লালখা এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জনির পিতা করুনা সরকার নারায়ণগঞ্জ শহীদ রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। জনির মা, দুই বোন ও বাবা—মিলে পরিবারটি লালখা এলাকায় বসবাস করছিল।

স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ড্রেনের মধ্যে বস্তাবন্দি মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে তারা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হান্নানুর রফিক (রঞ্জু) কে খবর দেন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে।

পরিবার জানায়, জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করতেন। সোমবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতা করুনা সরকার মরদেহ শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় জনির মরদেহ উদ্ধার করা হয়েছে। নাক-মুখে আঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফতুল্লার লালখাঁয় সরকার নামের ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেনের পানি থেকে বস্তাবন্দি অবস্থায় জনি সরকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এডভান্স গার্মেন্টস সংলগ্ন গলির পাশে ড্রেনে বস্তাটি ভেসে ওঠে।

নিহত জনি সরকার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্টপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার লালখা এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জনির পিতা করুনা সরকার নারায়ণগঞ্জ শহীদ রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। জনির মা, দুই বোন ও বাবা—মিলে পরিবারটি লালখা এলাকায় বসবাস করছিল।

স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ড্রেনের মধ্যে বস্তাবন্দি মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে তারা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হান্নানুর রফিক (রঞ্জু) কে খবর দেন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে।

পরিবার জানায়, জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করতেন। সোমবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতা করুনা সরকার মরদেহ শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় জনির মরদেহ উদ্ধার করা হয়েছে। নাক-মুখে আঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা