সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক
- আপডেট সময় : ০৪:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৫ জন পড়েছেন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম–আঙ্গরপোতা এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (আজ) ভোরে তাকে আটক করা হয়।
দহগ্রাম–আঙ্গরপোতা এলাকা ভারতের ভূখণ্ডে বেষ্টিত এবং তিন বিঘা করিডরের মাধ্যমে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত।
৫১ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর পাঁচটার দিকে ব্যাটালিয়নের আওতাধীন দহগ্রাম–আঙ্গরপোতা বিওপির ডাঙাপাড়া এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস-এর নিকট দিয়ে বিএসএফের এক সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ৫০ থেকে ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। ওই সময় এলাকায় টহলরত আঙ্গরপোতা বিওপির বিজিবি সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানান, গরু চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে কুয়াশার কারণে পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে তাকে আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।
বিজিবি জানায়, আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। এ বিষয়ে সংশ্লিষ্ট ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে ঘটনাটি অনিচ্ছাকৃত বলে স্বীকার করে এবং বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে। পাশাপাশি আটক সদস্যকে ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ–ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইনের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।



















