ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৫ জন পড়েছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (আজ) বেলা ২টা ৫০ মিনিটের দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিন বাহিনী প্রধানদের উপযুক্ত প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‍্যাবের মহাপরিচালক, এসবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং কারা অধিদপ্তরের মহাপরিদর্শক।

বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে নির্বাচন–পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম। একই সঙ্গে প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধিমালা–২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া বিবিধ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ইসি সচিব আখতার আহমেদের সঞ্চালনায় সভায় চারজন নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন।

এর আগে দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যা বেলা ১টা পর্যন্ত চলে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক

আপডেট সময় : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (আজ) বেলা ২টা ৫০ মিনিটের দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিন বাহিনী প্রধানদের উপযুক্ত প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‍্যাবের মহাপরিচালক, এসবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং কারা অধিদপ্তরের মহাপরিদর্শক।

বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে নির্বাচন–পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম। একই সঙ্গে প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধিমালা–২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া বিবিধ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ইসি সচিব আখতার আহমেদের সঞ্চালনায় সভায় চারজন নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন।

এর আগে দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যা বেলা ১টা পর্যন্ত চলে।