ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন: বিপুল ভোটে জয়ের পথে এম. সোলায়মান

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৯ জন পড়েছেন

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে বিপুল ব্যবধানে জয়ের পথে রয়েছেন বর্তমান সভাপতি আলহাজ এম. সোলায়মান (ব্যালট ২)। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ভোট গণনা এখনো চলছে। তবে প্রাথমিক ফলাফলে এম. সোলায়মানের বিজয়ের আভাস পাওয়া যাচ্ছে সুস্পষ্টভাবে। রাত সোয়া ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মোট ১০০০ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে এম. সোলায়মান পেয়েছেন ৭৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বাদু (ব্যালট ১) পেয়েছেন মাত্র ২২৩ ভোট। প্রাথমিক ফলাফলেই সোলায়মান ৫৫৪ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্লাবের মোট ১৬০০ ভোটারের মধ্যে প্রায় ১৫০০ জন আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সাধারণ সদস্যরা বলছেন, ৫ আগস্টের পর ক্লাবের দুঃসময়ে এম. সোলায়মানের সাহসী নেতৃত্ব এবং গত তিন মাসে ক্লাবের অভূতপূর্ব উন্নয়নের স্বীকৃতিই দিচ্ছে ব্যালট বাক্স। বিশেষ করে ৩ হাজার আসনের আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ, গেস্ট হাউজ আধুনিকায়ন এবং খাবারের মানোন্নয়নের মতো দৃশ্যমান কাজগুলো ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে।

ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ এক প্রবীণ সদস্য বলেন, “আমরা জানতাম সোলায়মান সাহেবই জিতবেন। কারণ কাজ করলে মানুষ তার মূল্যায়ন করে। আজকের এই বিশাল ব্যবধান সেটাই প্রমাণ করছে।”

চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে বর্তমান ট্রেন্ড অব্যাহত থাকলে এম. সোলায়মান যে ভূমিধস বিজয় অর্জন করতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত। আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করছেন হাজারো সদস্য ও সমর্থক।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন: বিপুল ভোটে জয়ের পথে এম. সোলায়মান

আপডেট সময় : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে বিপুল ব্যবধানে জয়ের পথে রয়েছেন বর্তমান সভাপতি আলহাজ এম. সোলায়মান (ব্যালট ২)। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ভোট গণনা এখনো চলছে। তবে প্রাথমিক ফলাফলে এম. সোলায়মানের বিজয়ের আভাস পাওয়া যাচ্ছে সুস্পষ্টভাবে। রাত সোয়া ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মোট ১০০০ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে এম. সোলায়মান পেয়েছেন ৭৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বাদু (ব্যালট ১) পেয়েছেন মাত্র ২২৩ ভোট। প্রাথমিক ফলাফলেই সোলায়মান ৫৫৪ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্লাবের মোট ১৬০০ ভোটারের মধ্যে প্রায় ১৫০০ জন আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সাধারণ সদস্যরা বলছেন, ৫ আগস্টের পর ক্লাবের দুঃসময়ে এম. সোলায়মানের সাহসী নেতৃত্ব এবং গত তিন মাসে ক্লাবের অভূতপূর্ব উন্নয়নের স্বীকৃতিই দিচ্ছে ব্যালট বাক্স। বিশেষ করে ৩ হাজার আসনের আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ, গেস্ট হাউজ আধুনিকায়ন এবং খাবারের মানোন্নয়নের মতো দৃশ্যমান কাজগুলো ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে।

ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ এক প্রবীণ সদস্য বলেন, “আমরা জানতাম সোলায়মান সাহেবই জিতবেন। কারণ কাজ করলে মানুষ তার মূল্যায়ন করে। আজকের এই বিশাল ব্যবধান সেটাই প্রমাণ করছে।”

চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে বর্তমান ট্রেন্ড অব্যাহত থাকলে এম. সোলায়মান যে ভূমিধস বিজয় অর্জন করতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত। আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করছেন হাজারো সদস্য ও সমর্থক।