ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন: বিপুল ভোটে জয়ের পথে এম. সোলায়মান জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা দুই বছর পর ওমরাহ করতে গিয়ে ছেলের সঙ্গে সাক্ষাৎ ওমর সানীর

বন্দরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ১৫৫ জন পড়েছেন

নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গণপিটুনিতে আহত অজ্ঞাত ডাকাত দলের এক সদস্য (৩৩) নিহত হয়েছে।  সোমবার ভোরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু  হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই দোকান কর্মচারীকে আটক করেছে। আটককৃতরা হলো সোহান(৩০) ও সানী(২৫)।  রোববার গভীর রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানী তেলের দোকান আহাম্মেদ ট্রেডার্সে এ ঘটনা ঘটে। জ্বালানী তেলের দোকানের কর্মচারী সানী জানান, তারা দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬জনের ডাকাত দল এসে তালা ভেঙ্গে দোকানে ঢুকে  তাদের মারধর করে। এ সময় তারা ডাক চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হন।  পালানোর সময় ২জনকে জনতা ধরে ফেলে। এ সময় তাদের গণপিটুনি দেয়ার সময় একজন কৌশলে পালিয়ে গেলেও অপরজন গণপিটুনিতে  আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে আহতকে হাসপতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী সন্দেহে  একজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী  । পুলিশ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । নিহতের লাশ   মর্গে প্রেরণ করা হয়েছে। আর দোকানের মালিক সোহান ও কর্মচারী সানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের  পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যপারে ঘটনাস্থলে আসা সিআইডির পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সার্ভার  সমস্যার কারণে তাৎক্ষনিক পরিচয় শনাক্ত যায়নি। আমরা নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছি। ঢাকায় নিয়ে তা পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বন্দরে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গণপিটুনিতে আহত অজ্ঞাত ডাকাত দলের এক সদস্য (৩৩) নিহত হয়েছে।  সোমবার ভোরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু  হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই দোকান কর্মচারীকে আটক করেছে। আটককৃতরা হলো সোহান(৩০) ও সানী(২৫)।  রোববার গভীর রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানী তেলের দোকান আহাম্মেদ ট্রেডার্সে এ ঘটনা ঘটে। জ্বালানী তেলের দোকানের কর্মচারী সানী জানান, তারা দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬জনের ডাকাত দল এসে তালা ভেঙ্গে দোকানে ঢুকে  তাদের মারধর করে। এ সময় তারা ডাক চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হন।  পালানোর সময় ২জনকে জনতা ধরে ফেলে। এ সময় তাদের গণপিটুনি দেয়ার সময় একজন কৌশলে পালিয়ে গেলেও অপরজন গণপিটুনিতে  আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে আহতকে হাসপতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী সন্দেহে  একজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী  । পুলিশ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । নিহতের লাশ   মর্গে প্রেরণ করা হয়েছে। আর দোকানের মালিক সোহান ও কর্মচারী সানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের  পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যপারে ঘটনাস্থলে আসা সিআইডির পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সার্ভার  সমস্যার কারণে তাৎক্ষনিক পরিচয় শনাক্ত যায়নি। আমরা নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছি। ঢাকায় নিয়ে তা পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে।