চাষাড়ায় পেট্রোল পাম্প থেকে মুসলিম মিয়া নামক ব্যক্তির মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৫৬ জন পড়েছেন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় অবশেষে শনাক্ত করতে সক্ষম হয়েছে সিআইডি। আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহত ওই যুবকের নাম পাওয়া গেছে মুসলিম মিয়া (৩৫)। তিনি নারায়ণগঞ্জের বন্দরের কলাকান্দি শাহী মসজিদ এলাকার বাসিন্দা।
সিআইডি জানায়, নিহত মুসলিম মিয়ার পিতা মৃত আলী মিয়া এবং মাতা মৃত সুকুরী বেগম। সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গারপ্রিন্ট ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করে।
সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে মুসলিম মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি হত্যাকাণ্ড—সেটি জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এদিকে মুসলিম মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।