ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অবশেষে নতুন নামফলক স্থাপন সিদ্ধিরগঞ্জে ওসিসহ পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ফতুল্লার উন্নয়ন না করলে তাঁদের অবস্থাও হবে শামীম ওসমানের থেকেও খারাপ:  জীবন বেগম খালেদা জিয়ার ৮০তন জন্মর্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি’র দোয়া  খালেদা জিয়ার জন্মদিনে মাসুদুজ্জামানের উদ্যোগে শতাধিক মসজিদে দোয়া প্রসেনজিতের কোন কথায় চোখে পানি এলো চঞ্চলের অনন্ত সিংয়ের জীবনী নিয়ে সিনেমা করছেন জিৎ শ্বশুরবাড়িতে আরেকটা বিশ্বকাপ জিততে নতুন ভূমিকায় ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে নতুন সুর পুতিনের

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগী ফজু গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ১১৭ জন পড়েছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) এবং তার অন্যতম সহযোগী ফজলুল হক ওরফে ফজু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৩ জুন) ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোল-প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফেন্সি সোহেল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তার সহযোগী ফজলুল হক ফজু একই গ্রামের আউয়ালের ছেলে।

র‍্যাব জানায়, ফেন্সি সোহেল বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপটে ইউপি সদস্য নির্বাচিত হয়। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকাবাসীর মধ্যে তিনি ‘ফেন্সি সোহেল’ নামে পরিচিত হয়ে ওঠেন।

তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়া, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ রয়েছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার একান্ত সহযোগী ফজু দীর্ঘদিন ধরেই এসব অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

র‍্যাব-১১ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর শুক্রবার দাউদকান্দিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ফেন্সি সোহেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৪-১৫টি মামলা রয়েছে। আর ফজুর বিরুদ্ধে রয়েছে ৪-৫টি সন্ত্রাস, অপহরণ ও ছিনতাইয়ের মামলা।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দীন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগী ফজু গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) এবং তার অন্যতম সহযোগী ফজলুল হক ওরফে ফজু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৩ জুন) ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোল-প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফেন্সি সোহেল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তার সহযোগী ফজলুল হক ফজু একই গ্রামের আউয়ালের ছেলে।

র‍্যাব জানায়, ফেন্সি সোহেল বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপটে ইউপি সদস্য নির্বাচিত হয়। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকাবাসীর মধ্যে তিনি ‘ফেন্সি সোহেল’ নামে পরিচিত হয়ে ওঠেন।

তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়া, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ রয়েছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার একান্ত সহযোগী ফজু দীর্ঘদিন ধরেই এসব অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

র‍্যাব-১১ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর শুক্রবার দাউদকান্দিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ফেন্সি সোহেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৪-১৫টি মামলা রয়েছে। আর ফজুর বিরুদ্ধে রয়েছে ৪-৫টি সন্ত্রাস, অপহরণ ও ছিনতাইয়ের মামলা।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দীন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।