ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আড়াইহাজারে নসিমন উল্টে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর নিহত ১, আহত ৩

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৪২ জন পড়েছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমন উল্টে আলী আকবর (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবর উপজেলার উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে আলী আকবর তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে নসিমনে করে ভুলতার দিকে মাছ আনতে যাচ্ছিলেন। পথে গহরদী এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আলী আকবর নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই আলী আকবর মারা যান। আহত তার দুই ছেলে ও চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আড়াইহাজারে নসিমন উল্টে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর নিহত ১, আহত ৩

আপডেট সময় : ০৬:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমন উল্টে আলী আকবর (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবর উপজেলার উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে আলী আকবর তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে নসিমনে করে ভুলতার দিকে মাছ আনতে যাচ্ছিলেন। পথে গহরদী এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আলী আকবর নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই আলী আকবর মারা যান। আহত তার দুই ছেলে ও চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।