ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন: বিপুল ভোটে জয়ের পথে এম. সোলায়মান জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা দুই বছর পর ওমরাহ করতে গিয়ে ছেলের সঙ্গে সাক্ষাৎ ওমর সানীর

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ৩৪ জন পড়েছেন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসি, ইউএনওকে পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এখন ধান কাটার মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী-এটার কারণ কি-সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, চালের বাজার শুধু সরবরাহের ওপর নির্ভরশীল নয়। ডিস্ট্রিবিউশন চ্যানেল, হোলসেল ও রিটেল-সবকিছুর ওপরই নির্ভর করে। ভোক্তা অধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসন এগুলো দেখবে। কিন্তু ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, সমস্যা হলো, পৃথিবীর অন্যান্য দেশে এভাবে জিনিসপত্রের দাম বাড়ে না; বাড়লেও যৌক্তিক কারণে বাড়ে। তিনি বলেন, এগুলোর সমাধান প্রশাসনিকভাবে হয় না। কারণ তাদের নৈতিক অবস্থান থাকে, ভয়েস থাকে, কর্মী থাকে, সেটআপ থাকে। কিন্তু এই প্রশাসন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক সরকারই কার্যকর।

পুলিশের বডি ক্যামেরা কেনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, বডি ক্যামেরাটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলে দেওয়া হয়েছে বাজেট যেটা আছে, সেটা ব্যবহার করতে। তবে কোন এলাকায় কত ক্যামেরা দেওয়া হবে-এ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, ইসির নয় বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ইসি শুধু নির্দেশনা দেবে কোন এলাকায় ক্যামেরা প্রয়োজন।

সেগুলোর বাস্তবায়ন, ব্যবস্থাপনা ও নিরাপত্তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অধিভুক্ত সংস্থাগুলো-পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য বাহিনী।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসি, ইউএনওকে পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এখন ধান কাটার মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী-এটার কারণ কি-সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, চালের বাজার শুধু সরবরাহের ওপর নির্ভরশীল নয়। ডিস্ট্রিবিউশন চ্যানেল, হোলসেল ও রিটেল-সবকিছুর ওপরই নির্ভর করে। ভোক্তা অধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসন এগুলো দেখবে। কিন্তু ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, সমস্যা হলো, পৃথিবীর অন্যান্য দেশে এভাবে জিনিসপত্রের দাম বাড়ে না; বাড়লেও যৌক্তিক কারণে বাড়ে। তিনি বলেন, এগুলোর সমাধান প্রশাসনিকভাবে হয় না। কারণ তাদের নৈতিক অবস্থান থাকে, ভয়েস থাকে, কর্মী থাকে, সেটআপ থাকে। কিন্তু এই প্রশাসন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক সরকারই কার্যকর।

পুলিশের বডি ক্যামেরা কেনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, বডি ক্যামেরাটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলে দেওয়া হয়েছে বাজেট যেটা আছে, সেটা ব্যবহার করতে। তবে কোন এলাকায় কত ক্যামেরা দেওয়া হবে-এ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, ইসির নয় বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ইসি শুধু নির্দেশনা দেবে কোন এলাকায় ক্যামেরা প্রয়োজন।

সেগুলোর বাস্তবায়ন, ব্যবস্থাপনা ও নিরাপত্তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অধিভুক্ত সংস্থাগুলো-পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য বাহিনী।