সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ শিরোনাম :
জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৩৪ জন পড়েছেন
তিনি বলেন, সমস্যা হলো, পৃথিবীর অন্যান্য দেশে এভাবে জিনিসপত্রের দাম বাড়ে না; বাড়লেও যৌক্তিক কারণে বাড়ে। তিনি বলেন, এগুলোর সমাধান প্রশাসনিকভাবে হয় না। কারণ তাদের নৈতিক অবস্থান থাকে, ভয়েস থাকে, কর্মী থাকে, সেটআপ থাকে। কিন্তু এই প্রশাসন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক সরকারই কার্যকর।
সেগুলোর বাস্তবায়ন, ব্যবস্থাপনা ও নিরাপত্তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অধিভুক্ত সংস্থাগুলো-পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য বাহিনী।
ট্যাগ :



















