ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন: বিপুল ভোটে জয়ের পথে এম. সোলায়মান জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা দুই বছর পর ওমরাহ করতে গিয়ে ছেলের সঙ্গে সাক্ষাৎ ওমর সানীর

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগী ফজু গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ২৯৬ জন পড়েছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) এবং তার অন্যতম সহযোগী ফজলুল হক ওরফে ফজু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৩ জুন) ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোল-প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফেন্সি সোহেল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তার সহযোগী ফজলুল হক ফজু একই গ্রামের আউয়ালের ছেলে।

র‍্যাব জানায়, ফেন্সি সোহেল বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপটে ইউপি সদস্য নির্বাচিত হয়। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকাবাসীর মধ্যে তিনি ‘ফেন্সি সোহেল’ নামে পরিচিত হয়ে ওঠেন।

তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়া, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ রয়েছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার একান্ত সহযোগী ফজু দীর্ঘদিন ধরেই এসব অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

র‍্যাব-১১ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর শুক্রবার দাউদকান্দিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ফেন্সি সোহেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৪-১৫টি মামলা রয়েছে। আর ফজুর বিরুদ্ধে রয়েছে ৪-৫টি সন্ত্রাস, অপহরণ ও ছিনতাইয়ের মামলা।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দীন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগী ফজু গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) এবং তার অন্যতম সহযোগী ফজলুল হক ওরফে ফজু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৩ জুন) ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোল-প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফেন্সি সোহেল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তার সহযোগী ফজলুল হক ফজু একই গ্রামের আউয়ালের ছেলে।

র‍্যাব জানায়, ফেন্সি সোহেল বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপটে ইউপি সদস্য নির্বাচিত হয়। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকাবাসীর মধ্যে তিনি ‘ফেন্সি সোহেল’ নামে পরিচিত হয়ে ওঠেন।

তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়া, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ রয়েছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার একান্ত সহযোগী ফজু দীর্ঘদিন ধরেই এসব অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

র‍্যাব-১১ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর শুক্রবার দাউদকান্দিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ফেন্সি সোহেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৪-১৫টি মামলা রয়েছে। আর ফজুর বিরুদ্ধে রয়েছে ৪-৫টি সন্ত্রাস, অপহরণ ও ছিনতাইয়ের মামলা।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দীন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।