ট্রাম্পের যে প্রস্তাব ফিরিয়ে দিলেন টম ক্রুজ
ট্রাম্পের যে প্রস্তাব ফিরিয়ে দিলেন টম ক্রুজ

- আপডেট সময় : ০৪:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ১ জন পড়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত এ অভিনেতা জানিয়েছেন, সময়সূচি না মেলায় ট্রাম্পের এই প্রস্তাবটি গ্রহণ করতে পারেননি তিনি। খবর- ওয়াশিংটন পোস্ট।
খবরে জানা গেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যারা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাদের তালিকায় নাম আছে টম ক্রুজের। কিন্তু সময়সূচি না মেলায় তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাবটি ফিরিয়ে দেন এ অভিনেতা ।
গত বুধবার (১৩ আগস্ট) ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছে গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতের কিংবদন্তি জর্জ স্ট্রেইট, গায়িকা গ্লোরিয়া গেনর। এ ছাড়া চলচ্চিত্র অভিনেতা বিভাগে রয়েছেন সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটে।
ট্রাম্প জানিয়েছেন, এবারের কেনেডি সেন্টার সম্মাননার আয়োজন তিনি নিজেই ব্যক্তিগতভাবে সঞ্চালনা করবেন।