যুদ্ধবিরোধী বন্দিদের মুক্তির জন্য পুতিনের প্রতি আহ্বান
যুদ্ধবিরোধী বন্দিদের মুক্তির জন্য পুতিনের প্রতি আহ্বান

- আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২ জন পড়েছেন
যুদ্ধবিরোধী বন্দিদের মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন নির্বাসিত রুশ বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া।
শুক্রবার তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে এমন একটি চুক্তি করেন যা রাশিয়ায় বন্দি থাকা রাশিয়ান ও ইউক্রেনীয় রাজনৈতিক বন্দিদের মুক্তি নিশ্চিত করবে। এসব বন্দি যুদ্ধের বিরোধিতা করা বা বক্তব্য প্রকাশের কারণে আটক।
শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
নাভালনায়া, যার স্বামী আলেক্সেই নাভালনি গত বছর রাশিয়ার একটি কারাগারে মারা যান।
আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, ‘আপনাদের এমন একটি অব্যবহৃতযোগ্য পদক্ষেপ নিতে হবে, যা কোনোভাবেই পূর্বাবস্থায় ফেরানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘রাশিয়ান রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের মুক্তি দিন। ইউক্রেনীয় সাধারণ মানুষকে মুক্তি দিন। যারা যুদ্ধবিরোধী বক্তব্য বা সোশ্যাল মিডিয়ায় পোস্টের কারণে বন্দী হয়েছেন, তাদেরও মুক্তি দিন।’
এর আগে ট্রাম্প ও পুতিন একে অপরের দেশে আটক রাশিয়ান ও মার্কিন নাগরিকদের মুক্তির জন্য চুক্তি করেছেন।
রুশ বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। ছবি: সংগৃহীত
এছাড়া ট্রাম্পের পূর্বসূরী জো বাইডেন গত বছর একটি বড় বন্দি বিনিময় চুক্তি করেছেন, যার মাধ্যমে দুইজন মার্কিন সাংবাদিক এবং কয়েকজন রাশিয়ান বিরোধী নেতা মুক্তি পেয়েছেন, বিনিময়ে ইউরোপে আটক কয়েকজন রাশিয়ান গুপ্তচর ছাড়া হয়েছে।
রাশিয়া ইউক্রেন আক্রমণের বিরোধিতা করার জন্য শত শত মানুষকে বিচার করেছে। প্রতিবেশী দেশে সেনা পাঠানোর কয়েক দিনের মধ্যে মস্কো কঠোর সামরিক সেন্সরশিপ আইন পাশ করে, যা সেনা সমালোচনা এবং সরকারি সূত্র ছাড়া তথ্য প্রচারকে দণ্ডনীয় করেছে।
কিয়েভ দাবি করে, ফেব্রুয়ারি ২০২২ সালের রাশিয়ার আক্রমণের পর থেকে রাশিয়ান সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার সাধারণ মানুষ আটক রেখেছে।