ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন সাকিব

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন সাকিব

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ১ জন পড়েছেন

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তিনি ২০২৫ মৌসুমে আটলান্টা ফায়ার দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে দলটি সাকিবকে বর্ণনা করেছে ‘গেম চেঞ্জার’ হিসেবে। পোস্টে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আটলান্টা ফায়ার ক্রিকেট টিমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন ২০২৫ মাইনর লিগ মৌসুমে। ব্যাট ও বল দু’দিকেই তিনি গেম চেঞ্জার। তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি ফায়ার লাইনআপে নতুন মাত্রা যোগ করবে।’

মাইনর লিগ ক্রিকেটকে বড় মাপের মেজর লিগ ক্রিকেটের জন্য প্রস্তুতিমূলক প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলে থাকেন।

বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে।

বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন তিনি গত বছরের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তার খেলার কথা থাকলেও, তীব্র জনরোষে তিনি দেশে ফিরতে পারেননি।

এরপর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। বেশির ভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রেই থাকছেন, যেখানে তার পরিবার থাকে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন সাকিব

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন সাকিব

আপডেট সময় : ০৪:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তিনি ২০২৫ মৌসুমে আটলান্টা ফায়ার দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে দলটি সাকিবকে বর্ণনা করেছে ‘গেম চেঞ্জার’ হিসেবে। পোস্টে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আটলান্টা ফায়ার ক্রিকেট টিমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন ২০২৫ মাইনর লিগ মৌসুমে। ব্যাট ও বল দু’দিকেই তিনি গেম চেঞ্জার। তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি ফায়ার লাইনআপে নতুন মাত্রা যোগ করবে।’

মাইনর লিগ ক্রিকেটকে বড় মাপের মেজর লিগ ক্রিকেটের জন্য প্রস্তুতিমূলক প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলে থাকেন।

বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে।

বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন তিনি গত বছরের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তার খেলার কথা থাকলেও, তীব্র জনরোষে তিনি দেশে ফিরতে পারেননি।

এরপর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। বেশির ভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রেই থাকছেন, যেখানে তার পরিবার থাকে।