‘মার্শাল কিং’ সিনেমায় ফিরছেন রুবেল
‘মার্শাল কিং’ সিনেমায় ফিরছেন রুবেল

- আপডেট সময় : ০৪:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১০ জন পড়েছেন
দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন চিত্রনায়ক রুবেল। দর্শকদের অপেক্ষা দ্রুতই ফুরাতে যাচ্ছে। ‘মার্শাল কিং’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি নির্মাণ করছেন মিজানুর রহমান শামীম। এতে মার্শাল আর্টের জাদু দেখাবেন রুবেল।
এর মধ্যে বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সিনেমাটির। সেখানে চিত্রনায়ক রুবেলকে দেখা যাচ্ছে শুটিংয়ে। সিনেমাটি নিয়ে নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, ‘ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার প্রযোজিত ‘মার্শাল কিং’ সিনেমার শুটিং করছি। সিনেমাটি ধারাবাহিক অ্যাকশনধর্মী সিনেমা। সব ঠিক থাকলে সিনেমাটির প্রথম গল্প অক্টোবরে সিনেমাহলে দেখতে পারবেন। জয় হোক বাংলা সিনেমার। জয় হোক মার্শাল আর্টের।’
অভিনেতা রুবেল বলেন, ‘এখন শুটিং চলছে। গল্পটা কী সেটা তো বলা যাবে না। তবে আমার যারা ভক্ত আছেন তারা আমাকে আবার সেই পুরনো রূপে দেখতে পাবেন। এই সিনেমাটি দিয়ে আমার প্রত্যাবর্তন হচ্ছে বলা যায়।’
রুবেলকে সর্বশেষ রায়হান রাফী পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে দেখা গেছে। যার মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেতা। এবার নতুনভাবে দেখা যাবে পুরোনো সেই রুবেলকে।