আলাস্কা বৈঠকের পর জেলেনস্কি ও ন্যাটো নেতাদের ফোন ট্রাম্পের
আলাস্কা বৈঠকের পর জেলেনস্কি ও ন্যাটো নেতাদের ফোন ট্রাম্পের

- আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ১ জন পড়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর নেতাদের ফোন করেছেন। জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট।
শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
ট্রাম্পের প্রেস পুল জানিয়েছে, ‘ডিসিতে ফেরার পথে প্রেসিডেন্ট ট্রাম্পের জেলেনস্কির সঙ্গে দীর্ঘ ফোন আলোচনা হয়েছে’ এবং এর পাশাপাশি তিনি ন্যাটো নেতাদেরও কল করেছেন। তবে এই কথোপকথনের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি।
এর আগে আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প উল্লেখ করেছেন, ইউক্রেন নিয়ে সম্ভাব্য সমঝোতার বেশ কিছু বিষয় চূড়ান্ত হয়েছে এবং তিনি কিয়েভকে চুক্তি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
১৫ আগস্টের ওই বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়। আলোচনা বিভিন্ন ফরম্যাটে হয়েছে—মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে একান্ত আলোচনার মাধ্যমে এবং তিনজন বনাম তিনজনের ক্ষুদ্র দলের আলোচনায়।
রাশিয়ান প্রতিনিধিদলে ছিলেন ক্রেমলিন সহকারী ইউরি উশাকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, আর মার্কিন প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
বৈঠকের পরে পুতিন বলেন, ইউক্রেন সংকটের সমাধান ছিল শীর্ষ বৈঠকের মূল আলোচ্য বিষয়। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা ও সহযোগিতার পুনরায় আহ্বান জানান এবং ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান। অন্যদিকে, ট্রাম্প বৈঠকে অর্জিত অগ্রগতি প্রকাশ করেন, তবে সব বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে উল্লেখ করেন।