ইউক্রেনের জমি ‘ভাগাভাগি’র পরামর্শ ট্রাম্পের
ইউক্রেনের জমি ‘ভাগাভাগি’র পরামর্শ ট্রাম্পের

- আপডেট সময় : ০৪:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৩ জন পড়েছেন
ইউক্রেন যুদ্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে তার বৈঠকের আগে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, এই বৈঠক সফল হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। তিনি মনে করেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিতে পুতিন যুদ্ধ অবসানের পথে অগ্রসর হবেন।
শুক্রবারের বৈঠকে পুতিন তাকে কাবু করতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট এবং তিনি আমার সঙ্গে খেলবেন না। প্রথম দুই, তিন, চার বা পাঁচ মিনিটের মধ্যেই আমি বুঝতে পারব, আমাদের বৈঠক ভালো হবে নাকি খারাপ। যদি বৈঠক খারাপ হয়, তাহলে খুব দ্রুতই তা শেষ হয়ে যাবে, আর যদি ভালো হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা শান্তি অর্জন করব।’
ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, ‘দ্বিতীয় বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ সেখানেই তারা একটি চুক্তি করবেন। আমি ভাগাভাগি শব্দটি ব্যবহার করতে চাই না, তবে এটি খারাপ কোনো শব্দ নয়।’
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প এখানে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের ইঙ্গিত দিয়েছেন। এই প্রক্রিয়া ‘ল্যান্ড সোয়াপ’ বা ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধক্ষেত্রে পরিবর্তন এলে শান্তি আরও কঠিন হতে পারে। তবে তিনি বিশ্বাস করেন, পুতিনের সঙ্গে সামনাসামনি কথা বলে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন ট্রাম্প।