খালেদা জিয়ার জন্মদিনে মাসুদুজ্জামানের উদ্যোগে শতাধিক মসজিদে দোয়া

- আপডেট সময় : ০৯:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৯ জন পড়েছেন
নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার শতাধিক মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর একযোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক মাহফিলে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদের ভাই শামীম আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সমাজসেবক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির কার্যকরী কমিটির সদস্য ফারুক হোসেন, এড. বিল্লাল হোসেন, ফারুক আহমেদ রিপন, আলমগীর হোসেন, এড. শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসিন উল্লাহ, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দল নেতা অহিদুল ইসলাম ছক্কু, সাবেক যুবদল নেতা সারোযার মুজাহিদ মুকুল, সরকার আলমসহ আরও অনেকে।
মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসুল্লিরা অংশ নেন