কেন ঢাকায় দেশি কোচ বেশি?
- আপডেট সময় : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৬ জন পড়েছেন
আসন্ন বিপিএলে অংশ নিচ্ছে ঢাকা ক্যাপিটালস, যারা ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। দলের প্রধান কোচ হিসেবে আছেন একমাত্র বিদেশি কোচ টবি র্যাডফোর্ড। অন্য সব কোচিং স্টাফ দেশি।
সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলের মূলভাবে দেশি কোচদের ওপরই ভরসা। শুধুমাত্র টবি র্যাডফোর্ড থাকবেন, এছাড়া বিশ্লেষক হিসেবে কিছু বাইরের কোচ থাকতে পারেন। কিন্তু দলে মূলত ফিজিও ও ট্রেইনারদের মতো দেশি স্টাফদের গুরুত্ব বেশি।
জ্যাকি বলেন, ‘ফিজিও এবং ট্রেইনাররা খেলোয়াড়দের শারীরিক অবস্থার প্রতি সবচেয়ে পরিচিত। তাই তাদের গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশি স্টাফরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় নিয়েও কাজ করার অভিজ্ঞতা রাখে, তাই দলের ফ্র্যাঞ্চাইজিও স্থানীয়দেরকে বেশি সুযোগ দিয়েছে। এভাবে স্থানীয়দেরও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন করার সুযোগ মিলছে।’
তিনি আরও উল্লেখ করেন, দল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একাধিক গেম প্ল্যান তৈরি রাখে। প্রতিপক্ষের ওপর নির্ভর করে কোচিং স্টাফ ও অধিনায়ক মিলিয়ে এগুলো প্রয়োগ করা হয়। জ্যাকি বলেন, ‘প্রতিটি দলের সঙ্গে আমাদের দুই-তিনটি গেম প্ল্যান থাকে। কোন পরিস্থিতিতে কোন প্ল্যান ব্যবহার হবে, তা আমরা নির্ধারণ করি। খেলার সময়ে সময় অনুযায়ী খেলোয়াড়দের অবস্থানও পরিবর্তিত হয়।’
























