কুমার শানুর মানহানির মামলায় যা বললেন প্রাক্তন স্ত্রী
- আপডেট সময় : ০৪:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৬ জন পড়েছেন
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু এবং তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যে বিরোধ এবার আদালতে পৌঁছেছে। সম্প্রতি রীতা শানুর বিরুদ্ধে আনা মানহানির মামলার প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। গায়কের কোটি কোটি টাকার ক্ষতিপূরণ দাবিকে তিনি দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেছেন।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রীতা শানু সম্পর্কে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে শানু তার ওপর অমানবিক আচরণ করেছেন এবং তাকে খাবারও দেওয়া হতো না। এছাড়া, শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও তিনি প্রকাশ্যে আনেন।
এই অভিযোগের পর নিজেকে রক্ষা করতে মুম্বাই হাইকোর্টে পৌঁছান কুমার শানু। ৫০ কোটি টাকার দাবিতে মামলা করা হলে, রীতা অবাক হয়ে এই বিষয়ে মন্তব্য করেন। শুরুতে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণের কথা বলা হলেও, তিনি জানান, শানুর আইনি নোটিশে ৫০ কোটি টাকার দাবি করা হয়েছে।
রীতা বলেন, ‘আমি বুঝতে পারছি না, ও কিভাবে ভাবল আমি আমার কাছে এত টাকা রাখি। এটা সত্যিই অবাক করা বিষয়। তিনি কি ভুলে গেছেন যে, তিনি নিজের তিন সন্তানের মায়ের বিরুদ্ধে মামলা করছেন?’
তিনি আরও অভিযোগ করেন, ‘যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তখন তার অন্য সম্পর্কগুলো প্রকাশ্যে আসত। আমার বয়স তখন এত কম ছিল যে আমি ভয় ও অসহায়তার মধ্যে ছিলাম। আমাকে রান্নাঘরে আটকে রাখা হতো এবং শিশুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা বা দুধ থেকেও বঞ্চিত করা হয়েছিল।’
























