বন্দরে ছাত্রী ধর্ষনের চেষ্টার ঘটনায় নাইটগার্ড আটক
বন্দরে ছাত্রী ধর্ষনের চেষ্টার ঘটনায় নাইটগার্ড আটক

- আপডেট সময় : ০৪:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১৬ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
বন্দরে ফুল ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী (৯)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার ঘটনায় উত্তেজিত জনতা সামছুল হক (৬৮) নামে এক লম্পট নাইটগার্ডকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে।
আটককৃত লম্পট নাইটগার্ড সামছুল হক বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে চর ঘারমোড়াস্থ প্রভাতি আধুনিক শিশু শিক্ষালয়ে নাইটগার্ডের দায়িত্ব পালন করে আসছিল।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এ ধর্ষনের চেষ্টার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা আটককৃত লম্পটকে ওই দিন বিকেল ৫টায় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোর্পদ করে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বিশ্ব নবী ইসলামিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী (৯) বেলা সাড়ে ১১টায় সময় পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতী আধুনিক শিশু শিক্ষালয়ের সামনে আসে ফুল নেওয়ার জন্য। পরে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের লম্পট নাইটগার্ড সামছুল হক ক্ষুদে শিক্ষার্থীকে টাকা ও ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিতরে ডেকে এনে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী চিৎকারের শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লম্পট নাইটগার্ডকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, আটককৃতকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।