নিজেদের স্বার্থ বিসর্জন না দিলে রক্ত ঝরা থামবে না
নিজেদের স্বার্থ বিসর্জন না দিলে রক্ত ঝরা থামবে না

- আপডেট সময় : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৩০ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
আমাদের নিজেদের ব্যক্তিস্বার্থ যদি বিসর্জন দিতে না পারি, তাহলে এই রক্ত ঝরা বন্ধ হবে না এই দৃঢ় বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিয়া।
জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার ১৬ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা নিজেদের জন্য কিছু চাননি। দেশের ভবিষ্যতের জন্য, একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশের স্বপ্নে তারা জীবন দিয়েছেন। কিন্তু আজ আমরা যদি নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বড় করে দেখি, নিজেরা সুবিধা নিতে চাই, তাহলে শহীদদের সেই আত্মত্যাগ বৃথা যাবে। আর সমাজে রক্ত ঝরা, বিভাজন, হিংসা এসব চলতেই থাকবে।”
আলোচনা সভার শুরুতেই জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন ইতিহাসবিদ ও বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও জেলার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ জুলাই শহীদের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।