নবাগত ডিসিকে শ্রমিকদলের ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৮৫ জন পড়েছেন
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দ। রবিবার (২৩ নভেম্বর) বিকাল চারটায় সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন কাউসারের নেতৃত্বে শ্রমিকদলের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শ্রমিকদলের সভাপতি ইসমাইল হোসেন কাউসার জানান, জেলার সার্বিক উন্নয়ন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার এবং প্রশাসনিক সেবার মানোন্নয়নে নবাগত ডিসির ইতিবাচক ও কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, নতুন ডিসি দায়িত্বশীলতা, নিষ্ঠা ও জনগণের প্রতি আন্তরিকতা নিয়ে কাজ করলে নারায়ণগঞ্জ আরও এগিয়ে যাবে। তিনি প্রশাসনের সঙ্গে শ্রমিকবান্ধব সমন্বয় বজায় রাখার আশাবাদও ব্যক্ত করেন।
নবাগত জেলা প্রশাসক শ্রমিকদল নেতাদের এই ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশাসনিক সেবার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, সবাই একসঙ্গে কাজ করলে নাগরিক সেবা আরও সহজলভ্য হবে।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি জেলা রাজনৈতিক ও প্রশাসনিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অংশগ্রহণ করেন জেলা সাধারণ সম্পাদক মোস্তফার রনি, সহসভাপতি সুমন সরদার, সহসভাপতি শাকিল, সাংগঠনিক সম্পাদক এবি এম বাবু, সহসাধারণ সম্পাদক সেলিম মণ্ডল, ফতুল্লা থানা সভাপতি শাহাদাত, কে এম রনি, মো আলাউদ্দিন, মো সাইফুল, মো মনির, আব্দুল হাকিম, মো সুমন ও হৃদয় চন্দ্র সাহা।



















