ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডন থেকে রওনা দিলেন জোবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৯ জন পড়েছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। বিএনপির একাধিক সূত্র বলেছে, উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ যাত্রায় শাশুড়ির সফরসঙ্গী হতে লন্ডন থেকে দেশে আসছেন জোবাইদা।

জানা গেছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন। যদিও কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এতে যাত্রার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ডা. জোবাইদা রহমান বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হয়েছেন। লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ফ্লাইটটি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির বেশ কয়েকটি সূত্র বলছে, ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়াকে দেখতে ডা. জোবাইদা সরাসরি এভারকেয়ার হাসপাতাল অথবা সংশ্লিষ্ট জায়গায় যাবেন। এরপর তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগা খালেদা জিয়াকে যুক্তরাজ্যের উন্নত একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার পর যাত্রা শুরুর কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্বের কারণে নতুন সময়সূচি ঘোষণা করা হতে পারে।

খালেদা জিয়ার সঙ্গে এবারও গতবারের মতো মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। এর মধ্যে রয়েছেন— প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

অন্যান্য সফরসঙ্গী হলেন— হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।

কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে পাঠানো সর্বাধুনিক সুবিধাসম্পন্ন এই এয়ার অ্যাম্বুলেন্সে অপারেশন থিয়েটারসহ উন্নত চিকিৎসার সব জরুরি সুবিধা রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও একই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল এবং মে মাসে তিনি দেশে ফেরেন।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

লন্ডন থেকে রওনা দিলেন জোবাইদা রহমান

আপডেট সময় : ১২:৩৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। বিএনপির একাধিক সূত্র বলেছে, উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ যাত্রায় শাশুড়ির সফরসঙ্গী হতে লন্ডন থেকে দেশে আসছেন জোবাইদা।

জানা গেছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন। যদিও কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এতে যাত্রার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ডা. জোবাইদা রহমান বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হয়েছেন। লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ফ্লাইটটি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির বেশ কয়েকটি সূত্র বলছে, ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়াকে দেখতে ডা. জোবাইদা সরাসরি এভারকেয়ার হাসপাতাল অথবা সংশ্লিষ্ট জায়গায় যাবেন। এরপর তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগা খালেদা জিয়াকে যুক্তরাজ্যের উন্নত একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার পর যাত্রা শুরুর কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্বের কারণে নতুন সময়সূচি ঘোষণা করা হতে পারে।

খালেদা জিয়ার সঙ্গে এবারও গতবারের মতো মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। এর মধ্যে রয়েছেন— প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

অন্যান্য সফরসঙ্গী হলেন— হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।

কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে পাঠানো সর্বাধুনিক সুবিধাসম্পন্ন এই এয়ার অ্যাম্বুলেন্সে অপারেশন থিয়েটারসহ উন্নত চিকিৎসার সব জরুরি সুবিধা রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও একই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল এবং মে মাসে তিনি দেশে ফেরেন।