ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ বছরের সবচেয়ে ছোট দিন আজ ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ পৃথিবীতে টিকে থাকা শুধু ডিগ্রি দিয়ে সম্ভব নয়- প্রয়োজন সততা: সমাজকল্যাণ উপদেষ্টা রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩

পাঁচ আগষ্ট একদিনে আসেনি : গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ১২৩ জন পড়েছেন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ১৬ বছর কী নির্যাতন সহ্য করেছেন আমি জানি। পাঁচ আগষ্ট একদিনে আসেনি। অনেক ত্যাগের বিনিময়ে এসেছে বাংলাদেশের মানুষের মুক্ত হওয়ার এই দিন। এখন মানুষ স্বপ্ন দেখে শেখ হাসিনা যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠে দেশ কীভাবে এগিয়ে যাবে।
রোববার (২২ জুন) সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র ও আইনের শাসনকে ধ্বংস করেছে৷ লুটপাট করে বাংলাদেশের অর্থ সম্পদ শেষ করে দিয়েছে। এখন আমাদের কাজ শেখ হাসিনার অন্যায়ের বিচার করতে হবে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, ভোটের জন্য সমস্ত দেশবাসী প্রস্তুত। লন্ডনে একটেবিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত হয়েছে। প্রতিটি ভোটারের মূল্য সমান। বিএনপি নেতাকর্মীদের মানুষের পাশে যেতে হবে৷ বিএনপি একমাত্র দল যারা মানুষের পাশে থাকতে পারে।
আপনারা যারা বিএনপির সমর্থক ছিলেন তারা সদস্য পদ নবায়ন করবেন। নতুন যারা সদস্য হতে চায় তাদের সদস্য করতে হবে। দেশব্যাপী এই কর্মসূচি। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এই কার্যক্রম শুরু করেছে। যারা নবায়ন করতে চায় ও যারা নতুন সদস্য হতে চায় তাদের নাকি হুমকি দেয়া হয়েছে। এটা ঠিক না। বিএনপিতে আমাদের আরও মানুষ আনতে হবে। এখানে কাউকে সদস্য করা হবে না এটা যদি বলা হয় তাহলে এটা ঠিক না।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাঁচ আগষ্ট একদিনে আসেনি : গিয়াসউদ্দিন

আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ১৬ বছর কী নির্যাতন সহ্য করেছেন আমি জানি। পাঁচ আগষ্ট একদিনে আসেনি। অনেক ত্যাগের বিনিময়ে এসেছে বাংলাদেশের মানুষের মুক্ত হওয়ার এই দিন। এখন মানুষ স্বপ্ন দেখে শেখ হাসিনা যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠে দেশ কীভাবে এগিয়ে যাবে।
রোববার (২২ জুন) সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র ও আইনের শাসনকে ধ্বংস করেছে৷ লুটপাট করে বাংলাদেশের অর্থ সম্পদ শেষ করে দিয়েছে। এখন আমাদের কাজ শেখ হাসিনার অন্যায়ের বিচার করতে হবে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, ভোটের জন্য সমস্ত দেশবাসী প্রস্তুত। লন্ডনে একটেবিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত হয়েছে। প্রতিটি ভোটারের মূল্য সমান। বিএনপি নেতাকর্মীদের মানুষের পাশে যেতে হবে৷ বিএনপি একমাত্র দল যারা মানুষের পাশে থাকতে পারে।
আপনারা যারা বিএনপির সমর্থক ছিলেন তারা সদস্য পদ নবায়ন করবেন। নতুন যারা সদস্য হতে চায় তাদের সদস্য করতে হবে। দেশব্যাপী এই কর্মসূচি। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এই কার্যক্রম শুরু করেছে। যারা নবায়ন করতে চায় ও যারা নতুন সদস্য হতে চায় তাদের নাকি হুমকি দেয়া হয়েছে। এটা ঠিক না। বিএনপিতে আমাদের আরও মানুষ আনতে হবে। এখানে কাউকে সদস্য করা হবে না এটা যদি বলা হয় তাহলে এটা ঠিক না।